Skin Care Tips: দুধের মতো ফর্সা হবে ত্বক, বাড়িতে বানিয়ে মেখে ফেলুন এই ফেসপ্যাক
ত্বক হবে দুধের মতন ফর্সা, আর দুধের মতন ফর্সা ত্বক করতে লাগবে মাত্র কয়েকটা উপাদান কয়েকটা উপাদান দিয়ে এই আপনার ত্বকের জেল্লা ফেরাতে পারেন। জেনে নিন সহজ ফেসপ্যাক। তাই আর দেরি না করে চটজলদি আমাদের Hoophaap এর পাতায় দেখে ফেলুন অসাধারণ এই ফেসপ্যাক।
উপকরণ -২ টেবিল চামচ ফ্ল্যাক্স সিড
১ টেবিল চামচ অ্যালোভেরা জেল
১ টেবিল চামচ সাদা তিল বাটা
১ টেবিল চামচ ওটস গুঁড়ো
পরিমাণমতো কাঁচা দুধ
এই প্রত্যেকটি উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং স্নানের আগে পর পর এক সপ্তাহ লাগিয়ে কুড়ি মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই প্রত্যেকটি উপাদানের মধ্যে থাকা প্রাকৃতিক উপাদান, আপনার ত্বক ফর্সা করতে সাহায্য করবে। এই উপকরণ যদি হাতে, পায়ে প্রতিনিয়ত লাগিয়ে অন্তত দশ মিনিট রেখে ধুয়ে ফেলতে পারেন, তাহলে যাদের হাতে পায়ের চামড়া অনেক বেশি খসখসে, তারা খুব সহজেই এই চামড়াকে একেবারে নরম করে ফেলতে পারবেন। গলায়, পিঠে, আন্ডার আরমসে, কনুইতে এবং হাঁটুতে যাদের কালো দাগ আছে, তারা এই মিশ্রণটি লাগিয়ে ২৫ মিনিট রেখে দেবেন। তবে প্রয়োজন পড়লে এর মধ্যে সামান্য লেবুর রস দিয়ে দিতে পারেন। তাহলে দেখবেন চটজলদি কত সুন্দর ত্বক হয়ে যাবে। তবে সবার আগে যা প্রয়োজন তা হলো পরিমিত খাদ্যাভ্যাস, অনেক পরিমাণে তেল ঝাল যুক্ত খাবার খেলে কিন্তু অল্পসময়ের পরেই বুড়িয়ে যাবেন এবং ত্বকের মধ্যে জেল্লা কমতে থাকবে, তাই সুষম আহার করুন এবং ঋতুকালীন শাকসবজি খান।