Hoop Life
বাড়ির টবেই সিনেরারিয়া চাষ করুন সহজ পদ্ধতি শিখে নিন
বাড়িতে তবে অনায়াসে চাষ করতে পারেন শীতকালীন ফুল সিনেরারিয়া। গাছটি খুব সহজেই আপনার বাড়ির কাছে নার্সারিতে পেয়ে যাবেন। আপনার বাড়ির বাগান সাজাতে কিংবা ছাদ বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে গাছের জুড়ি মেলা ভার।
প্রথমে মাটি প্রস্তুত করতে হবে। এই গাছের জন্য প্রয়োজন কোকো পিট, বাগানের মাটি, জৈব সার ভাল করে মিশিয়ে দিয়ে মাটি প্রস্তুত করতে হবে।
নার্সারি থেকে ভালো জাতের গাছের চারা কিনে এনে মাটিতে লাগিয়ে দিন। একটি ১০ ইঞ্চি টবের মধ্যে দুটো অথবা তিনটে চারা দিয়ে দিতে পারেন। ভালো করে জল দিয়ে রোদ ঝলমলে জায়গায় রেখে দিন।
কিছুদিন পর থেকেই গাছ ভরে যাবে রঙিন ফুলে। ১০ দিন অন্তর অন্তর সরষের খোল পচা তরল সার গাছের গোড়ায় দিতে হবে। আগাছা নিয়মিত পরিষ্কার করতে হবে। দুবেলা গাছে জল দিতে হবে।