Lifestyle: দাম্পত্য জীবনে সুখ ফেরাতে বেডরুম রাঙিয়ে তুলুন এই রঙে
দাম্পত্য জীবনে কি আপনি ব্যতিব্যস্ত হয়ে রয়েছেন? আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কি সমস্যা লেগেই থাকে? তাহলে এদের রুমের রঙের ক্ষেত্রে বাছুন বাস্তুমত অনুসরণ করে। আপনি যদি আপনার ঘরের রং ভুল ভাল করে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের মধ্যে সমস্যা আরও বেড়ে যাবে Hoophaap এর পাতায় দেখে ফেলুন বেডরুমের রং ঠিক কেমনটা করলে, আপনার জীবন একেবারে পাল্টে যেতে পারে।
১) যে মাস্টার বেডরুমটি পূর্ব দিকে রয়েছে, তার বেডরুমের দেওয়ালের সাদা বা হালকা নীল রং কোনটি আপনার জন্য শুভ হবে।
২) পশ্চিম দিকে যে মাস্টার বেডরুম রয়েছে, সেটির রং হালকা নীল করুন। দেখবেন আপনার দিন অনেক ভালো যাবে।
৩) উত্তর দিকে যদি বেডরুম থাকে, তাহলে সেখানে সবুজ রং করুন, সবুজ রঙের ছোঁয়ায় আপনার দিন ভালো যাবে।
৪) দক্ষিণ দিকে যদি বেডরুম থাকে, তাহলে অবশ্যই ঘরের রং লাল করুন, অথবা উজ্জ্বল করে এটি আপনার গৃহে পজিটিভ এনার্জি চলে আসবে, নেগেটিভ শক্তি একেবারে দূরে চলে যাবে।
৫) যদি এতো কিছু মাথায় না থাকে, তাহলে একটি বিষয়ে আপনি ভালো করে বুঝে নিতে পারেন, যদি আপনি আপনার বেডরুমের দিক বুঝতে না পারেন, তাহলে এমনি সাধারণ মাস্টার বেডরুমের রং নীল করতে পারেন।
Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।