whatsapp channel

ফোনের এই বদভ্যাস আগে ত্যাগ করুন, যেকোনো সময়ে ফোনে আগুন ধরে যেতে পারে

বর্তমান প্রজন্মের কাছে মোবাইল এক অত্যাবশ্যকীয় সামগ্রী হয়ে দাঁড়িয়েছে। এখন মানুষ আর মোবাইল যেন এক সুতোয় বাঁধা। তাই আজকালকার দিনে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা খাবার খেতে ভুলে গেলেও মোবাইলকে চার্জে দিতে…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

বর্তমান প্রজন্মের কাছে মোবাইল এক অত্যাবশ্যকীয় সামগ্রী হয়ে দাঁড়িয়েছে। এখন মানুষ আর মোবাইল যেন এক সুতোয় বাঁধা। তাই আজকালকার দিনে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা খাবার খেতে ভুলে গেলেও মোবাইলকে চার্জে দিতে কিংবা বাড়ি থেকে বেরোনোর আগে মোবাইল নিতে ভোলেনা কেউই। মোবাইল থেকে মানুষের বিভিন্ন ক্ষতি হলেও কিন্তু মোবাইলের আসক্তি মোটেই কমছে না কারো কাছে। তবে মোবাইল নিয়ে দিনের পর দিন নানা বিপদ বাড়ছেই।

এখন মোবাইল কেনার সঙ্গে সঙ্গে ও একেই তার কভার এবং স্ক্রিনের উপর টেম্পার্ড গ্লাস লাগিয়ে নেন সঙ্গে সঙ্গেই। কিন্তু এক্ষেত্রে জেনে রাখা দরকার যে মোবাইলের ক্ষেত্রে সব কভার কিন্তু ভালো হয়না। কিছু কিছু কভার মোবাইলের ক্ষতিও করে থাকে। কারণ অনেক টাইট মোবাইলের কভার লাগলে মোবাইল গরম হয়ে যায়। এর ফলে মোবাইল ফেটে যাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। ফলে জীবনের ঝুঁকি বেড়ে যাচ্ছে দিনের পর দিন।

এছাড়াও সম্প্রতি, একটি বিষয় সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে। আর এই বিষয়টি হল, অনেকেই বলছেন যে মোবাইলের কভারের নীচে টাকা বা নোট রাখলে নাকি বিস্ফোরণ ঘটার সম্ভাবনা বেড়ে যায় কয়েকগুণ। এই খবরটি বিগত কয়েকদিন ধরেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এমন অনেক ঘটনাও শোনা গেছে বিগত সময়ে। তাই এবার এই বিষয়টিকে ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে ক্রমেই। কারণ, অনেকের মধ্যেই এই অভ্যাসটি রয়েছে।

তবে জানলে অবাক হবেন যে বিষয়টি মোটেই ভুয়ো নয়। মোবাইলের কভারের নীচে টাকা রাখলে কিন্তু মোবাইলটি বিস্ফোরণের সম্ভাবনা বেড়ে যায়। কারণ মোবাইলের পিছনের দিকে থাকে প্রসেসর, যেটি সবসময় কাজ করে। এর ফলে প্রসেসর গরম হয়ে যায় সহজেই। সেই কারণে মোবাইলের কভারের নিচে রাখা নোটে আগুন লেগে যেতে পারে সহজেই। তাই টাকা রাখার হলে মানিব্যাগে রাখুন, তাও মোবাইলের কভারে রাখবেন না।

whatsapp logo
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা