বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে যখন একের পর এক বিতর্ক চলছে, স্বজনপোষন নিয়ে চলছে তুমুল সমালোচনা, এমন কি বহু তারকাও ইন্ডাস্ট্রির কাজ ও নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন, এমন সময় ইন্ডাস্ট্রির সপক্ষে বক্তব্য রাখলেন চিত্র ও সঙ্গীত পরিচালক বিশাল ভরদ্বাজ।
স্ক্রিনপ্লে রাইটস এসোসিয়েশন এওয়ার্ড অনুষ্ঠানে বিশাল ভরদ্বাজের বলিউডের ‘বিষময় কার্য সংস্কৃতি’ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। উত্তরে তিনি বলেন,’আমার এমন মনে হয় না। আমাদের কাজের সংস্কৃতিতে এতটাই ভালোবাসা রয়েছে যে ফিল্ম ইউনিট পরিবার হয়ে যায়।’
নেপোকিড ও বহিরাগত তত্ত্ব নিয়ে ভরদ্বাজের প্রতিক্রিয়া,’ইন্ডাস্ট্রির কর্ম সংস্কৃতি এতটাই সুন্দর যে এখানে কোনো ধর্ম বা ইনসাইডার আউটসাইডার নিয়ে কোনো সমস্যা তৈরি হয় না। আমার নিজেকে কখনোই বহিরাগত বলে মনে হয় নি’।
বিশাল ভরদ্বাজের মতে ইন্ডাস্ট্রি এমনই এক প্ল্যাটফরম যেখানে রাতারাতি তারকা অথবা জোকার হওয়া যায়। যেখানে বড় বড় দাঁও লাগে সেখানে বড় দাম চুকোতে হয়। এক কথায় নেপোটিজম বা বহিরাগত তত্ত্বকে অস্বীকার করে পরিশ্রম এবং ব্যক্তিগুণকেই প্রাধান্য দিয়েছেন এই প্রখ্যাত পরিচালক।