Lifestyle: দীপাবলিতে বাস্তু মেনে প্রদীপ জ্বালান, উপকারিতা জানলে অবাক হবেন
আজকে কালীপুজোর দিন বাড়িতে প্রদীপ দিয়ে সাজাতে পারেন। প্রদীপ দিয়ে সাজালে আপনার জীবন একেবারে উল্টো খাতে বইবে। অর্থাৎ জীবন অনেক স্বাভাবিক হবে, অনেক সুন্দর হবে কোন রকম সমস্যা আপনার কাছে ঘেঁষতে পারবে না। কবে কালীপুজোর নিয়মে কালীপুজোর দিন আপনাকে বাস্তু মেনে প্রদীপ জ্বালাতে হবে। বাস্তুর না মেনে প্রদীপ জ্বালালে কিন্তু অন্য রকম সমস্যা গ্রাস করবে। তাই আমাদের Hoophaap এর পাতায় জলদি দেখে ফেলুন কিভাবে আপনি কালী পুজোর দিনে প্রদীপ জ্বালাবেন নিয়ম মেনে।
১)কালীপুজোর দিন তুলসী গাছের পাশে অবশ্যই একটি প্রদীপ জ্বালাবেন। খেয়াল রাখবেন, জায়গাটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। অপরিষ্কার জায়গায় কখনো প্রদীপ জ্বালাবেন না।
২) বাড়িতে যদি মা লক্ষ্মী থাকে, তাহলে অবশ্যই কালীপুজোর দিন মা লক্ষ্মীর সামনে একটি প্রদীপ জ্বালিয়ে দিন। দেখবেন, আপনার অর্থনৈতিক সংকট একেবারে দূর হয়ে যাবে।
৩) আপনার বাড়ির কাছাকাছি যদি কোন মন্দির থাকে, তাহলে সেখানেও গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আসুন। অত্যন্ত শুভ ফল পাবেন মাত্র কিছুদিনের মধ্যেই, এমনটাই বলছেন বাস্তু বিশেষজ্ঞরা।
৪) যে থালায় প্রদীপ জ্বালাবেন, সেই থালায় সোনা বা রূপোর কিছু অলংকার রাখতে পারেন, এমনটাই বলছেন বাস্তু বিশেষজ্ঞরা।
৫) বাড়ির পূর্ব দিকে এবং পশ্চিম দিকে প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন এই দিকটি আপনার জন্য অত্যন্ত শুভ।
Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।