Finance NewsHoop News

WBSEDCL: আর তিন মাসে নয়, এবার থেকে প্রতি মাসে আসবে বিদ্যুতের বিল, কবে থেকে চালু নিয়ম!

Electricity Bill New Rules 2024: রাজ্যে এবার বিদ্যুতের বিল দেওয়ার নিয়মে আসতে চলেছে বিশাল পরিবর্তন। যেভাবে গরম বাড়ছে, আর লাগাতার গরমের তীব্রতা বাড়ছে, সেক্ষেত্রে সকাল থেকে রাত পর্যন্ত ক্রমাগত চলে যাচ্ছে ফ্যান আর এসি। এগুলো ছাড়া আমরা এখন কিছু ভাবতেই পারি না। যার ফলে মোটা রকমের বিদ্যুৎ বিলের ভার সামলাতে হচ্ছে মধ্যবিত্তদের। তাই এই রকম পরিস্থিতিতে সাধারণ মানুষকে শান্তি দিতে সম্প্রতি রাজ্য সরকার একটা বিশাল ঘোষণা করেছেন। সরকারের তরফ থেকে চালু করা হচ্ছে, মাসিক বিলিং পদ্ধতি, তাই এতদিন পর্যন্ত রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদ ৩ মাসের বিল একসঙ্গে পাঠাতো, কিন্তু এখন আর সেই নিয়ম থাকবে না, এরপর প্রতি মাসের বিদ্যুতের বিল পাঠানো হবে প্রতি মাসেই।

বর্তমানে বিদ্যুৎ ছাড়া আমরা ভাবতেই পারি না, সারাক্ষণ নয় ফ্যান, লাইট অথবা গরমের সময় ফ্রিজ, এসি সব কিছুতেই বিদ্যুতের প্রয়োজন হয়, কিন্তু বিদ্যুতের বিল, তবে এবারে অসাধারণ একটা ঘোষণা এলো সাধারণ মানুষের জন্য। যেখানে সাধারন মানুষকে তিন মাসে একবার বিল দিতে হতো সেটা যদিও একটা চাপের ছিল এবারে আর তেমন চাপ নিতে হবে না, কারণ এবারে প্রতি মাসেই বিল আসবে( WBSEDCL)।

বেশিরভাগ ক্ষেত্রেই তিন মাস অন্তর বিল আসে WBSEDCL উপভোক্তাদের। তিন মাসের মোট বিদ্যুৎ খরচের ওপর গড়ে বিল পাঠানো হয়, কিন্তু এই পদ্ধতিতে অতিরিক্ত চার্জ দিতে হয়, এ নিয়ে অনেক প্রতিবাদ করেছেন গ্রাহকেরা। CESC এর মত প্রতি মাসে বিদ্যুতের বিল আসবে। এতে দেওয়ার সুবিধা তেমনি, অতিরিক্ত হারে ইউনিট চার্জ দিতে হয় না। এই দাবিই তুলছিলেন গ্রাহকেরা।

এবার গ্রাহকদের সুবিধার্থে CESC এর মত প্রতি মাসে বিদ্যুতের বিল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। মাসের শুরু থেকে শেষ পর্যন্ত যতই ইউনিট কারেন্ট ব্যবহার করা হবে,শুধুমাত্র তার ওপর হিসাব করেই বিল পাঠানো হবে। এর ফলে বিলের মত অতিরিক্ত হারে বা উচ্চ স্লাবের ইউনিট চার্জ আর দিয়ে হবে না। জানা যাচ্ছে, এই মাস থেকেই নতুন নিয়ম হবে।

প্রসঙ্গত, গরমের মাঝেই নতুন ট্যারিফ লাগু করেছে CESC। এই বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  নবান্নে তিনি স্পষ্ট জানিয়েছেন, CESC র এই বৃদ্ধি রাজ্যের কাছে জানা ছিল না তাই, তাই বিদ্যুৎ মন্ত্রীকে সিইএসসির সাথে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে দাম পরিবর্তিত হবে কিনা তা জানা যায়নি। আগামী দিনে কোনো অফিসিয়াল ঘোষণা হলে তবেই তা জানা যাবে।

Related Articles