whatsapp channel

জনপ্রিয় হিন্দি ধারাবাহিকের ‘অনুপমা’ একজন বাঙালি মহিলা, জানুন অভিনেত্রীর আসল পরিচয়

স্টার প্লাসের জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘অনুপমা'-র সঙ্গে অনেকেই মিল খুঁজে পান জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘শ্রীময়ী’-র। ‘শ্রীময়ী’-র চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রাণী হালদার (Indrani haldar)। অপরদিকে ‘অনুপমা'-র চরিত্রে অভিনয় করছেন বঙ্গকন‍্যা রূপালী…

Avatar

HoopHaap Digital Media

Advertisements
Advertisements

স্টার প্লাসের জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘অনুপমা’-র সঙ্গে অনেকেই মিল খুঁজে পান জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘শ্রীময়ী’-র। ‘শ্রীময়ী’-র চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রাণী হালদার (Indrani haldar)। অপরদিকে ‘অনুপমা’-র চরিত্রে অভিনয় করছেন বঙ্গকন‍্যা রূপালী গাঙ্গুলী (Rupali ganguli)। রূপালীর শক্তিশালী অভিনয়ের অনুরাগী অনেকেই। কিন্তু মুম্বইয়ের কোঙ্কণী মাটিতে কিভাবে হল এক বঙ্গকন‍্যার উত্থান?

Advertisements

জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে 1977 সালের কলকাতায়। সত্তরের দশকের কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন রূপালী। তাঁর বাবা অনিল গাঙ্গুলী (anil ganguly) ছিলেন প্রখ্যাত চিত্রনাট্যকার। জয়া বচ্চন (Jaya Bachchan) অভিনীত ফিল্ম ‘কোরা কাগজ’-এর চিত্রনাট্য তাঁর লেখা। যথারীতি তাঁর মেয়ের মাথাতেও যে ফিল্মের পোকা চাপবে, তাতে আর আশ্চর্য কি আছে? তাই 1985 সালে মাত্র সাত বছর বয়সে অনিল কাপুর (anil kapoor) অভিনীত হিন্দি ফিল্ম ‘সাহেব’-এর মাধ্যমে বলিউডে হাতেখড়ি হয়েছিল রূপালীর। ‘সাহেব’-এর চিত্রনাট্যও অনিল গাঙ্গুলীর লেখা। এরপর ‘বলিদান’ নামে আরও একটি হিন্দি ফিল্মে শিশুশিল্পী হিসাবে কাজ করেন রূপালী।

Advertisements

কিন্তু আর পাঁচটা ভারতীয় পরিবারের মতো রূপালীর মা-বাবাও চেয়েছিলেন মেয়ে স্নাতক হোক। ফলে রূপালী হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন। তার পাশাপাশি থিয়েটারে অভিনয় করতেন রূপালী। এর মধ্যেই রূপালীর কাছে দূরদর্শনের ডেইলি সোপ ‘সুকন‍্যা’-য় লিড রোলে অভিনয়ের সুযোগ আসে। ‘সুকন‍্যা’ রূপালী ছাড়াও আরও দুজন ভাবী তারকার জন্ম দিয়েছিল, তাঁরা হলেন মানব কল (Manab kaul) ও হিতেন তেজওয়ানি (Hiten tejwani)। এছাড়াও ‘সুকন‍্যা’-য় অভিনয় করেছিলেন গৌরী করণিক (Gauri karnik)। এরপর রূপালী আরও বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করলেও তাঁকে বিখ্যাত করে তোলে স্টার ওয়ানের জনপ্রিয় ধারাবাহিক ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এ ‘মণীষা’-র চরিত্র। এই চরিত্রে রূপালীর কমিক টাইমিং যথেষ্ট প্রশংসিত হয়েছিল।

Advertisements

2006 সালে ‘বিগ বস’-এর প্রথম সিজনে অংশগ্রহণ করলেও জিততে পারেননি রূপালী। কিন্তু ‘বিগ বস’-এ প্রতিযোগীদের মায়ের মত খেয়াল রাখা রূপালীকে জনপ্রিয় করে তুলেছিল। 2009 সালে ‘খতরোঁ কে খিলাড়ি-2′-তে অংশগ্রহণ করেছিলেন রূপালী। তবে শুধুমাত্র অভিনেত্রী হিসাবেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি রূপালী। 2000 সালে মুম্বইয়ে নিজের একটি অ্যাডভার্টাইজিং এজেন্সি তৈরী করেছেন তিনি। 2013 সালের 6 ই ফেব্রুয়ারি রূপালী বিয়ে করেন অশ্বিন কে বর্মা(Aswin k. Verma)-কে। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে যার নাম রুদ্রাংশ(Rudransh)।

Advertisements
whatsapp logo
Advertisements
Avatar
HoopHaap Digital Media