Lifestyle: এই পাঁচটি বদভ্যাসে কাঙাল হতে পারেন আপনিও, সতর্ক হোন আজ থেকেই
জীবনে চলার পথে আমাদের নানা কারণে খরচ হয়ে থাকে। এই খরচ আমাদের জীবনকে শেষ করে দিতে পারে। অনেক সময় অসুখ-বিসুখ অর্থাৎ যখন সত্যি সত্যি টাকার প্রয়োজন হয়, তখন কিন্তু পকেটে একেবারে গড়ের মাঠ হয়ে যায়। এর জন্য কিন্তু আমরাই দায়ী, আমাদের কিছু সিদ্ধান্ত বা আমাদের কিছু লাইফ স্টাইল আমাদেরকে এই সংকটের মধ্যে এনে ফেলে। দেরি না করে আমাদের Hoophaap এর পাতায় দেখে ফেলুন কোন পাঁচটি জিনিস যা আপনাকে এখনই বর্জন করতে হবে। তাহলে আর ভবিষ্যতের জন্য ভাবতে হবে না।
অতিরিক্ত কেনাকাটা করা – আমরা অনেক সময় প্রয়োজন এর অতিরিক্ত কেনাকাটা করে ফেলি। বর্তমানে এত বেশি শপিং মল হয়ে গেছে, যেখানে গেলে একেবারে চোখ ধাঁধিয়ে যায়। যতটুকু প্রয়োজন ততটুকু কেনাকাটা করা উচিত। তাই কেনাকাটা করতে যাওয়ার আগে একটা লিস্ট করে নিন। সেই লিস্টের বাইরে কিছুতেই বেরোবেন না যতই ইচ্ছা করুক।
অতিরিক্ত মদ্যপান,ধুমপান করা – অতিরিক্ত মদ্যপান করা উচিত নয়, বর্তমানে আনন্দ করা মানেই উইকেন্ড মানেই সবাই মদের বোতল নিয়ে বসে পড়েন। এক একটি মদের বোতলের অনেক দাম। যদি সেই জায়গার রাস্তা আনতে পারেন তাহলেই দেখবেন মাসের শেষে অনেক টাকা বেঁচে গেছে। যারা সারা দিনে পাঁচ থেকে ছয়টি সিগারেট খান, তাহলে সেই সিগারেটের দাম একটুখানি লিখে হিসাব করে দেখবেন, একদিনে আপনি সিগারেটের পেছনে ঠিক কত টাকা খরচ করেন, সারা মাস জুড়ে তার অংকটা কিন্তু বেশ অনেকটাই দাঁড়াবে। তাই যাদের ধূমপান করার অভ্যেস আছে, তারা একটা একটা করে প্রতিদিন কমাতে পারেন দেখবেন, মাসের শেষ অনেক টাকাই বেঁচে যাচ্ছে।
সেলে জিনিসপত্র কিনতে পারেন – অনেক সময় ব্র্যান্ডেড কোম্পানিগুলি বছরের দুই একটা সময় বেশ ছাড় দেয়। এই ছাড় দেখে আপনি যদি জিনিসপত্র কিনতে পারেন তাহলে কিন্তু জিনিস ভালো হবে এবং দামটাও বেশ কম পড়বে।
অতিরিক্ত রেস্টুরেন্টে খাওয়া – আগেকার দিনে কোন সেলিব্রেশনে বাড়িতে মা, ঠাকুমা কাকিমা জেঠিমারা মিলে শুরু করে দিতেন রান্না করতে। কিন্তু বর্তমানে কারুর হাতেই তো সময় নেই, তাই দল বেঁধে সব চলে যাওয়া হয় রেস্টুরেন্টে। সেখানে গিয়ে নানান রকমের খাবার লিস্ট দেখে মাথা একেবারে বিগড়ে যায়। আর তারপরেই অতিরিক্ত খাবার নিয়ে নেওয়া হয়। অতিরিক্ত খাবার নেবার পাশাপাশি অতিরিক্ত খরচ হয়ে যায়।
অপ্রয়োজনে গাড়ি চড়া বন্ধ করুন – অপ্রয়োজনে গাড়ি চড়া বন্ধ করতে হবে। যেখানে যেখানে হেঁটে যাওয়া সম্ভব সেখানে হেঁটে যান। দেখবেন সারাদিনে অনেক টাকা বাঁচাতে পারছেন, আর তার সাথে সাথে শরীর ও ভালো থাকবে।