whatsapp channel

বাড়ির টবে খুব সহজেই চাষ করুন এই সুন্দর শীতকালীন ফুল

শীতকালীন ফুল গুলির মধ্যে একটি অসাধারণ ফুল হলো গ্যাজেনিয়া। গাঁদা, ডালিয়া, পিটুনিয়া এসবের মধ্যে গ্যাজানিয়া আপনার ছাদ বাগানের সৌন্দর্যকে দ্বিগুণ বৃদ্ধি করবে। নার্সারি থেকে একটি ভালো জাতের গ্যাজানিয়া চারা কিনে…

Avatar

HoopHaap Digital Media

Updated on:

শীতকালীন ফুল গুলির মধ্যে একটি অসাধারণ ফুল হলো গ্যাজেনিয়া। গাঁদা, ডালিয়া, পিটুনিয়া এসবের মধ্যে গ্যাজানিয়া আপনার ছাদ বাগানের সৌন্দর্যকে দ্বিগুণ বৃদ্ধি করবে।

নার্সারি থেকে একটি ভালো জাতের গ্যাজানিয়া চারা কিনে আনতে হবে। এবার একটি ১২ ইঞ্চি টব বাছাই করতে হবে এই ফুল চাষের জন্য।

গ্যাজানিয়ার জন্য হালকা দোআঁশ মাটি উপযুক্ত। তাই বাগানের মাটির সংগে বালি মিশিয়ে তৈরি করুন গ্যাজানিয়ার উপযুক্ত মাটি। আর সঙ্গে অবশ্যই দেবেন কোকোপিট এবং জৈব সার।

এবার টবের মধ্যে মাটি দিয়ে গাছ প্রতিস্থাপন করুন। প্রতিস্থাপন করার পরে গাছে ভরপুর জল দিয়ে দিতে হবে। এই গাছ প্রচুর রোদ পছন্দ করে। তাই আপনার ছাদ বাগানে যেখানে প্রচুর রোদ আসে সেখানে এই গাছ রেখে দিন। রোদ যত চড়া থাকবে ফুলের রং তত উজ্জ্বল হবে।

এই গাছ জল বেশি পছন্দ করে না। তাই মাটির উপরের অংশকে শুকিয়ে গেলে তারপর জল দিন। ১০ দিন অন্তর অন্তর সরষের খোল পচা তরল সার দিন। ঠিক এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করতে পারলে খুব সহজেই আপনার ছাদ বাগানে ফুটে উঠবে নানান রঙের গ্যাজানিয়া।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media