whatsapp channel

এক ধাক্কায় দাম কমলো সোনা রুপোর, চওড়া হাসি সাধারণ মানুষের

ফের কমলো সোনা এবং রুপোর দাম। এবছর ভারতে সোনার দাম বেড়ে গিয়েছে প্রায় ৩০ শতাংশ৷ ভারতে সোনার আমদানি অগাস্ট মাসে বেড়ে ৩.৭ আরব ডলার হয়ে গিয়েছে যা গত বছর ছিলো…

Avatar

HoopHaap Digital Media

ফের কমলো সোনা এবং রুপোর দাম। এবছর ভারতে সোনার দাম বেড়ে গিয়েছে প্রায় ৩০ শতাংশ৷ ভারতে সোনার আমদানি অগাস্ট মাসে বেড়ে ৩.৭ আরব ডলার হয়ে গিয়েছে যা গত বছর ছিলো ১.৩৬ আরব ডলার। মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি হওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় ৩ শতাংশের বেশি কমে গিয়েছে৷

প্রতি আউন্সে সোনার দাম প্রায় ১৯০০ ডলারে গিয়ে দাঁড়িয়েছে৷ ভারতে সোনার উপর ১২.৫ শতাংশ আমদানি শুল্ক ও ৩ শতাংশ জিএসটি দিতে হয়৷ সূত্রের খবর অনুযায়ী গ্লোবাল ব্যাঙ্কিংয়ের চিন্তা ও ইউরোপিয় দেশগুলিতে লকডাউনের দ্বিতীয় পর্যায়ের সম্ভাবনার ভয়ে সোমবার বিশ্বজুড়ে শেয়ার বাজারে ভারী পতন দেখা গিয়েছে৷

দিল্লির সরাফা বাজারে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৩২৬ টাকা কমে ৫২৪২৩ টাকা হয়েছে ৷ সোনার পাশাপাশি রুপোর প্রতি কিলোগ্রাম দাম ৯৪৫ টাকা কমে ৬৮২৮৯ টাকা হয়েছে৷ এর আগে সোনার দাম ছিলো প্রতি ১০ গ্রামে সোনার দাম ৬০৮ টাকা থেকে ৫২৪৬৩ টাকা৷ দিল্লির সরাফা বাজারে আগে রুপোর দাম কমে হয়েছিলো প্রতি কিলোগ্রামে ১২১৪ টাকা৷ আর আন্তর্জাতিক বাজারে রুপোর দাম ছিল ২৬.৮৩ ডলার প্রতি আউন্স।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media