Hoop NewsHoop Trending

Gold Price Today: শুক্রবার হাজার হাজার টাকা কমল সোনা ও রূপোর দাম!

আসন্ন বাঙালির বিয়ের মরশুম। আর কয়েকদিন পরেই সাতপাকে বাঁধা পড়বেন হাজার হাজার বাঙালি যুবক যুবতী। আর সেই কারণেই বছরের শুরুর দিন থেকেই জামাকাপড়ের পাশাপাশি ভিড় জমছে গয়নার দোকানেই। এর মাঝেই বড়সড় পরিবর্তন ঘটল সোনা ও রূপার দামদ। এই সময় সোনার দামে কি পরিবর্তন ঘটল?

সপ্তাহের শুরু থেকেই লাফিয়ে লাফিয়ে বেড়েছিল সোনার দাম। বৃহস্পতিবারই সর্বকালীন রেকর্ড বৃদ্ধি পায় হলুদ ধাতুর দাম। তবে শুক্রবার সেই দামে পতন ঘটল বিপুলভাবে। সস্তা হল সোনা। পাশাপাশি ব্যাপক দাম কমল রুপারও এখন এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।

আজ কলকাতায় সোনার দাম (০৬.০১.২০২৩-শুক্রবার)

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৫,৫৩০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫০,৯০০ টাকা।

গতকাল কলকাতায় সোনার দাম (০৫.০১.২০২৩-বৃহস্পতিবার)

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৫,৯৬০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫১,৩০০ টাকা।

আজকের মূল্যহ্রাস
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস ৪৩০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যহ্রাস ৪০০ টাকা।

আজ কলকাতায় রূপার দাম (০৬.০১.২০২৩-শুক্রবার)
৬৭,৪০০ টাকা প্রতি কেজি।

গতকাল কলকাতায় রূপোর দাম (০৫.০১.২০২৩-বৃহস্পতিবার)
৬৯,৫৫০ টাকা প্রতি কেজি

আজকের মূল্যহ্রাস
২১০০ টাকা প্ৰতি কেজি

শুক্রবার আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর দামে পতন ঘটেছে। আজ সোনার স্পট মূল্য প্রতি আউন্সে ০.৮৩ শতাংশ কমে ১৮৩৬.৬৬ ডলার দাঁড়িয়েছে। এ ছাড়া, রুপোর দামও আউন্স প্রতি ২৩.৩৭ ডলারে লেনদেন করছে। রুপোর দর আজ ১.৮৩ শতাংশ কমেছে।

whatsapp logo

Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা