Hoop NewsHoop Trending

Gold Price Today: শুক্রবার ফের নিম্নমুখী সোনার দাম, আজই কি সুবর্ণ সুযোগ!

করোনাকালীন সময়ের পর থেকে বদলে গেছে সাধারণ মানুষের বিনিয়োগের ধ্যান ধারণা। এলহন বিনিয়োগের কথা উঠলে সবার আগে আসে সোনা-রুপোর প্রসঙ্গই। ফলে যদি সোনা আর রুপোয় বিনিয়োগ করতেই হয়, সবার আগে তার দাম মাথায় রাখা জরুরি। কারণ সোনা-রুপোর দাম প্রতি দিনই বদলায়, কখনও বাড়ে, তো কখনও বা কমে। আবার বিবাহের মতো অনুষ্ঠানের আগে উপহার দেওয়ার জন্যও সোনা ও রূপোর গয়নার দামে নজর থাকে সকলের।

গতকাল বৃহস্পতিবার কলকাতায় সোনার বাজারদর ছিল স্থিতিশীল অবস্থায়। আর সপ্তাহের পঞ্চম দিন অর্থাৎ শুক্রবার সকালে বাজার খুলতেই একই রইল চিত্রটা। এদিন কলকাতার বাজারে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম রইল স্থিতিশীল অবস্থায়। পাশাপাশি এদিন স্থিতিশীল অবস্থায় রইল রূপোর দামও। এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।

আজ কলকাতায় সোনার দাম (১২.০৫.২০২৩-শুক্রবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬২,১৩০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৬,৯৫০ টাকা।

গতকাল কলকাতায় সোনার দাম (১১.০৫.২০২৩-বৃহস্পতিবার
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬২,১৩০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৬,৯৫০ টাকা।

আজকের মূল্যবৃদ্ধি
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ০০ টাকা।

আজ কলকাতায় রূপার দাম (১২.০৫.২০২৩-শুক্রবার)
৭৭,৬০০ টাকা প্রতি কেজি

গতকাল কলকাতায় রূপোর দাম (১১.০৫.২০২৩-বৃহস্পতিবার)
৭৭,৬০০ টাকা প্রতি কেজি

আজকের মূল্যবৃদ্ধি
০০ টাকা প্ৰতি কেজি

প্রসঙ্গত, শুক্রবার বিশ্ব বাজারে কিছুটা নিম্নমুখী সোনার দাম। বৃহস্পতিবার যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ২০৩০.৮০ মার্কিন ডলার। আজ তা সামান্য কমে হয়েছে ২০১১.০০ মার্কিন ডলার। এর প্রভাবেই দেশীয় বাজারে আজ সোনার দাম রয়েছে স্থিতিশীল অবস্থায়।