Gold Price Today: শনিবার সোনার দামে ব্যাপক পরিবর্তন!
চলছে বিয়ের মরশুম। মাঘমাস যেন বাঙালির মধুমাস। এই মাঘমাসেই বেশিরভাগ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় বাঙালি পরিবারে। কিন্তু এই বিয়ের মাসেই মধ্যবিত্তদের মনে আতঙ্কের সঞ্চার ঘটাচ্ছে সোনা ও রূপার দাম। গয়না কিনতে গিয়েই রীতিমতো নাজেহাল মানুষজন। ফের রেকর্ডের পথে হলুদ ধাতুর দাম।
শুক্রবারের বাজারদর অনুযায়ী ২৪ ক্যারেট সোনার দাম জিএসটি মিলিয়ে প্রায় ৬৬ হাজারের গন্ডি ছুঁইছুঁই।অন্যদিকে ২২ ক্যারেট গয়নার সোনাতেও লেগেছে আগুন। ফলে ক্রমেই মধ্যবিত্তদের নাগালের বাইরে যাচ্ছে সোনার দাম। পাল্লা দিয়ে বাড়ছে রূপার দামও। এখন এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।
আজ কলকাতায় সোনার দাম (২১.০১.২০২৩-শনিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৭,৮০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৪,৮৫০ টাকা।
গতকাল কলকাতায় সোনার দাম (২০.০১.২০২৩-শুক্রবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৭,৪৫০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৪,৫০০ টাকা।
আজকের মূল্যবৃদ্ধি
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ৩৫০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ৩৫০ টাকা।
আজ কলকাতায় রূপার দাম (২১.০১.২০২৩-শনিবার)
৬৮,৮০০ টাকা প্রতি কেজি।
গতকাল কলকাতায় রূপোর দাম (২০.০১.২০২৩-শুক্রবার)
৬৮,০০০ টাকা প্রতি কেজি
আজকের মূল্যবৃদ্ধি
৮০০ টাকা প্ৰতি কেজি
বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্ব বাজারে মন্দার আশঙ্কা যত বাড়ছে, তত সেখানে দামি হচ্ছে সোনা। এদিন সোনার দাম আন্তর্জাতিক বাজারে আউন্স পিছু ১৯৩২ ডলার হয়েছে। ফলে ভারতেও পাল্লা দিয়ে উঠছে দাম। তলানিতে নামছে গয়নার চাহিদা।