Gold Price Dropped: বাজারে মুখ থুবড়ে পড়ল সোনার দাম, রেকর্ড দর থেকে এত টাকা কমেছে
বিয়ের মরশুমে ফেব্রুয়ারির শুরুর দিকে দাম বেড়েছিল সোনার। তারপর আবার বাজেটে মূল্যবৃদ্ধির ঘোষণা। এর প্রভাবে দিনের পর দিন মহার্ঘ হচ্ছিল হলুদ ধাতু। ফলে গয়না কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছিল ক্রেতাদের মধ্যে। অনেক ব্যবসায়ীও এর ফলে ব্যবসায় মন্দার আশঙ্কা করছিলেন। কিন্তু সেই প্রভাব বিগত কয়েকদিনে একটু স্তিমিত হয়েছে। কারণ দিন দিন আবার কমেছে হলুদ ধাতুর দাম। পাল্লা দিয়ে নিম্নমুখী হয়েছে রূপোর দামও।
ছুটির দিনেও সেই প্রভাব বজায় থাকল কলকাতার বাজারে। রবিবার বাজার খুলতেই নিম্নমুখী হল গয়নার ধাতুর মূল্যগ্রাফ। এদিন একইসঙ্গে কমেছে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সকনার দাম। পাশাপাশি উল্লেখযোগ্য পরিমানে কমেছে রূপোর দামও। এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।
আজ কলকাতায় সোনার দাম (২৬.০২.২০২৩-রবিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৬,৫০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৩,৭৫০ টাকা।
গতকাল কলকাতায় সোনার দাম (২৫.০২.২০২৩-শনিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৬,৬৫০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৩,৬০০ টাকা।
আজকের মূল্যহ্রাস
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস ১৫০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যহ্রাস ১৫০ টাকা।
আজ কলকাতায় রূপার দাম (২৬.০২.২০২৩-রবিবার)
৬৪,৩০০ টাকা প্রতি কেজি
গতকাল কলকাতায় রূপোর দাম (২৫.০২.২০২৩-শনিবার)
৬৪,৮০০ টাকা প্রতি কেজি
আজকের মূল্যহ্রাস
৫০০ টাকা প্ৰতি কেজি
প্রসঙ্গত, রবিবার দেশীয় বাজারের পাশাপাশি বিশ্ব বাজারেও দাম কমেছে সোনার। শনিবার যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১৮১১.২০ মার্কিন ডলার। আজ তা কমে হয়েছে ১৮১১.০৬ মার্কিন ডলার। তার প্রভাব দেশীয় বাজারে পড়েছে বলেই মনে করা হচ্ছে।