Gold Price Today: সপ্তাহের শুরুতে একনজরে দেখে নিন আজকের সোনা রুপোর দাম
আর একসপ্তাহ পরেই আসছে মাঘমাস। মাঘ ও ফাল্গুন মাস হল বাঙালির বিয়ের দুই গুরুত্বপূর্ণ মাস। তাই এই সময়ে বাজারে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। যেরকম ভিড় জমছে জামাকাপড়ের দোকানে, তেমনই লোকারণ্য হচ্ছে গয়নার দোকানেও। আর এই সময়ে কি উত্থান পতন হল সোনা ও রূপার দামে? দেখে নিন বিস্তারিত।
গত সপ্তাহ থেকেই ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছিল সোনা ও রূপার বাজারদর। সপ্তাহের শুরুতেই রেকর্ড বৃদ্ধি পেয়েছিল দাম। তবে সপ্তাহের শেষে কিছুটা নিম্নমুখী ছিল হকুদ ধাতুর মূল্যগ্রাফ। তবে এই সপ্তাহের শুরুতেই ফের চড়ল বাজার। এখন এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।
আজ কলকাতায় সোনার দাম (০৯.০১.২০২৩-সোমবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৬,২৯০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫১,৩০০ টাকা।
গতকাল কলকাতায় সোনার দাম (০৮.০১.২০২৩-রবিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৫,৯৬০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫১,৬০০ টাকা।
আজকের মূল্যবৃদ্ধি/হ্রাস
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ৩৩০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যহ্রাস ৩০০ টাকা।
আজ কলকাতায় রূপার দাম (০৯.০১.২০২৩-সোমবার)
৭১,৮০০ টাকা প্রতি কেজি।
গতকাল কলকাতায় রূপোর দাম (০৮.০১.২০২৩-রবিবার)
৭১,৮০০ টাকা প্রতি কেজি
আজকের মূল্যবৃদ্ধি/হ্রাস
০০ টাকা প্ৰতি কেজি
এ দিন বিশ্ব বাজারেও ঊর্ধ্বমুখী রয়েছে স্পট গোল্ডের দাম। আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ১,৮৭৭.১৩ মার্কিন ডলার। যা গতকালকের তুলনায় সামান্য বেশি।