Hoop PlusTollywood

বিজয়ী হওয়া নিয়ে আজও উত্তাল সোশ্যাল মিডিয়া, অবশেষে মুখ খুললেন অর্কদীপের প্রশিক্ষক দেব

এক্কেবারে অন্য ট্রাকে চলছে সা রে গা মা পা রিয়্যালিটি শো। বিজয়ীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই তুমুল বিতর্ক শুরু এই শো ঘিরে। বেশিরভাগ দর্শকরা পরিষ্কার বলছেন শুধুমাত্র লোকসঙ্গীত গেয়ে বিজয়ী হওয়া অসম্ভব। কেউ কেউ বলেছেন অস্বচ্ছ প্রতিযোগিতা এবং অস্বচ্ছ বিচার।

বেশিরভাগ মানুষের দাবী, এই শোতে জেতার কথা ছিল নীহারিকা কিংবা অনুষ্কার। দীর্ঘ সাত মাস ধরে চলা এই শো দেখতে দেখতে দর্শকরা অনুমান করে ফেলেন যে এই শো জিততে পারে কেবল দুজন। কিন্তু সে গুড়ে বালি। পাশা উল্টে দেয় গত রবি বারের গ্র্যান্ড ফিনালে।

অর্কদীপের জয় নিয়ে নেট মাধ্যমে একের পর এক অভিযোগ উঠে এলে তেড়ে আসেন ইমন চক্রবর্তী। একদম চাঁচাছোলা ভাষায় দর্শকদের বুঝিয়ে দেন অর্কদীপের জয় স্বাভাবিক এবং সঠিক নিৰ্ণয়। অবশ্য গুরু মনোময় এর দাবী যুগ্ম প্রথম করা যেতে পারতো। গুরু রাঘব পুরো দায় বিচারকদের উপর ছেড়ে দিয়েছেন।

এবারে অর্কদীপের হয়ে মুখ খুললেন তারই প্রশিক্ষক দেব। তার কথা অনুযায়ী, অর্কদীপের এটা প্রথম প্রতিযোগিতা নয়, ২০১৬ সালে অর্কদীপ প্রথম বার সারেগামাপা-তে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু প্রথম ধাপেই বাদ পড়ে যান। এরপর থেকে নিজেকে তৈরি করেন। এছারো দেব এও বলেন, “তার থেকেও বড় কথা, এ বারের সারেগামাপা-য় শুরুতে যে ভাবে ওকে পেয়েছিলাম, ৭ মাস পরে ও যা হয়েছে, তা অভাবনীয়।”

অর্কদীপের হয়ে আরো একধাপ এগিয়ে দেব বলেন যে আমরা মুখে বাংলা বাংলা বলি, আবার বাংলা গান গেয়ে জয়ী হলে সমালোচনাও করি। অর্কর এই জয়, বাংলা লোকসঙ্গীতের জয়, এটা নিয়ে বিতর্ক হতেই পারে, কিন্তু এটা নিয়ে যারা অহেতুক ঝামেলা বা খারাপ ভাবে সমালোচনা করছেন তারা আসলে বাংলা ভাষা, সংস্কৃতি এবং শিকড়ের বিরুদ্ধে বলছেন।

Related Articles