পুজোর এই দিনগুলিতে তুমুল বৃষ্টি নামবে শহর কলকাতা সহ রাজ্যে
মা আসতে আর দেরী নেই, তার মধ্যে বৃষ্টির প্রবল সম্ভাবনা। মায়ের বোধন থেকে বিসর্জনের দিন অব্দি থাকবে আকাশের মুখ বেজায় ভার। বিক্ষিপ্ত বৃষ্টিপাতে ভিজে উঠবে বাংলার একাংশ।
বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপর জেরেই এই বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেন, বাংলা থেকে মৌসুমি বায়ুর বিদায় ঘন্টা বাজেনি। আগামী ২৯ অক্টোবর অব্দি বাংলার একাধিক জায়গায় নিম্নচাপের আভাস কমবেশি থাকবে। ৩০ অক্টোবর এই নিম্নচাপের শক্তি বাড়িয়ে ঊড়িষ্যা উপকূলে প্রবেশ করবে।
কলকাতা শহরে ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। পুজোর চারদিন অর্থাৎ ষষ্ঠী, সপ্তমী,অষ্টমী, নবমী এবং দশমী পাঁচদিন শহর জুড়ে বৃষ্টির দেখা মিলবে। শুধু দক্ষিণবঙ্গতে বৃষ্টিপাত হবেনা পাশাপাশি উত্তরবঙ্গেও নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। পুজোর পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, এই বৃষ্টি মূলত বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে তৈরী হয়েছে। পুজোর আগে মৌসুমি বায়ু ফিরে যাওয়ার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে। যার ফলে এই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবেই। বাঙালির আনন্দ মাটি হয়ে যাওয়ার।