whatsapp channel

প্রধানমন্ত্রীর সামনে মীরাবাঈ-এর সাজে নৃত্য পরিবেশন করলেন হেমা মালিনী, ভিডিও দেখে মুগ্ধ সকলে

বর্তমানে হেমা মালিনী (Hema Malini)-র পরিচয় বিজেপি সাংসদ হলেও তাঁর কেরিয়ার শুরু হয়েছিল দক্ষিণী ফিল্মের হাত ধরে। এরপর বলিউডে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন হেমা। বিয়ে করেন ধর্মেন্দ্র (Dharmendra)-কে। বর্তমান সময়ে বয়সজনিত…

Avatar

Nilanjana Pande

বর্তমানে হেমা মালিনী (Hema Malini)-র পরিচয় বিজেপি সাংসদ হলেও তাঁর কেরিয়ার শুরু হয়েছিল দক্ষিণী ফিল্মের হাত ধরে। এরপর বলিউডে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন হেমা। বিয়ে করেন ধর্মেন্দ্র (Dharmendra)-কে। বর্তমান সময়ে বয়সজনিত কারণে ফিল্মে অভিনয় কমিয়ে দিয়েছেন হেমা। তবে রাজনীতির আঙিনায় তিনি যথেষ্ট অ্যাকটিভ। মথুরার বিজেপি সাংসদ হেমা একজন দক্ষ নৃত্যশিল্পী। একাধিক স্টেজ শো করেছেন তিনি। সম্প্রতি গুরু নানক জয়ন্তী ও রাস পূর্ণিমার প্রাক্কালে বৃহস্পতিবার সাধিকা মীরাবাঈ -এর পাঁচশো পঁচিশ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মথুরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-র সামনে নৃত্য পরিবেশন করলেন হেমা।

রাজস্থান জুড়ে চলছে ভোট-জ্বর। কেন্দ্রীয় সরকারের তরফে কোনও সুযোগ হাতছাড়া করা হচ্ছে না। এদিন ঐতিহাসিক ভক্তি আন্দোলনের অন্যতম সাধিকা মীরাবাঈ-এর পাঁচশো পঁচিশ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজন হয়েছিল একটি অনুষ্ঠানের। মীরাবাঈ-এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে মথুরায় বিশেষ পুজোর আয়োজন হয়েছিল। এদিন প্রধানমন্ত্রী কৃষ্ণ-সাধিকার সম্মানে প্রকাশ করেন একটি স্মারক মুদ্রা ও ডাকটিকিট। মীরাবাঈ-এর জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর সামনে নৃত্য পরিবেশন করেছেন হেমা। সবুজ-হলুদ লেহেঙ্গা-চোলি, বোড়লা, মাথাপট্টি সহ বিভিন্ন রাজস্থানি অলঙ্কারে সেজে মীরাবাঈ-এর রূপকে তুলে ধরেছিলেন তিনি। হেমার নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে।

হেমার মার্জিত অথচ স্বচ্ছন্দ নৃত্যশৈলী সকলের নজর কেড়েছে। প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তাঁর অনুরাগীদের একাংশ। তবে পাশাপাশি অনেকেই জানিয়েছেন, হেমাকে শিল্পী হিসাবে পছন্দ করলেও রাজনীতিবিদ হিসাবে পছন্দ করেন না তাঁরা। অনেকে প্রশ্ন তুলেছেন মথুরার উন্নয়ন নিয়ে।

ভক্তি আন্দোলনের পথিকৃৎ-দের অন্যতম মীরাবাঈ প্রকৃতপক্ষে ছিলেন রাজস্থানের ভূমিকন্যা। বিয়ে হয়েছিল রাজপরিবারে। স্বামী মহারাণা হওয়া সত্ত্বেও রানী হওয়ার পরিবর্তে সাধনার পথকেই বেছে নিয়েছিলেন মীরাবাঈ। এদিন তাঁর পাঁচশো পঁচিশ তম জন্মবার্ষিকী পালিত হলেও বিতর্ক রয়েছে মীরার জন্মের তারিখ নিয়ে। এমনকি পাওয়া যায়নি তাঁর মৃতদেহও।

whatsapp logo