Hoop Diary

ইতিহাসের পাতায় আজকের দিনটি

২রা অক্টোবর, চলুন দেখে নেওয়া যাক এই বিশেষ দিনটিতে কি কি স্মরণীয় মুহূর্ত ঘটে গিয়েছে ইতিহাসের পাতায়:-

ঐতিহাসিক ঘটনা-»
১) আজকের দিনে ১৭৮০ সালে মার্কিন স্বাধীনতা আন্দোলনকারী জন এন্দ্রেকে ফাঁসি দেওয়া হয়।

২) ১৭৯০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম আদমশুমারি শুরু করা হয় আজকের দিনে।

৩) ১৮৬৮ সালে আজকের দিনে কলকাতায় জেনারেল পোস্ট অফিস উদ্বোধন করা হয়।

৪) ১৯২২ সালে আজকের দিনে চীনের টাইফুনের আঘাতে প্রায় ৬০ হাজার মানুষের মৃত্যু হয়।

জন্ম-»
১) ১৫৩৮ সালে আজকের দিনে চার্লস বরমেও নামে এক ইতালীয় গণিতবিদ ও সন্ত জন্মগ্রহণ করেন।

২) ১৮৫২ সালে আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ ইংলিশ রসায়নবিদ উইলিয়াম র‍্যামসি জন্মগ্রহণ করেন।

৩) ১৮৪৭ সালে আজকের দিনে পলবন হিন্ডেনবার্গ পোলিশ বংশোদ্ভূত জার্মান ফিল্ড মার্শল রাজনীতিবিদও প্রেসিডেন্ট জন্মগ্রহণ করেন।

৪) ১৬৯৬ সালে আজকের দিনে অটমান সম্রাট প্রথম মাহমুদ জন্মগ্রহণ করেন।

৫) ১৮৬৯ সালে আজকের দিনে মোহনদাস করমচাঁদ গান্ধী ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা জন্মগ্রহণ করেন।

মৃত্যু-»
১) ১৯০৬ সালে আজকের দিনে ভারতীয় চিত্রশিল্পী রাজা রবি বর্মা মৃত্যুবরণ করেন।

২) ১৯১৭ সালে আজকের দিনে বাঙালি কবি ও সাহিত্য সমালোচক অক্ষয়চন্দ্র সরকার মৃত্যুবরণ করেন।

৩) ১৯২৭ সালে আজকের দিনে সভান্তে অগাস্ট আরেনিউজ নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ পদার্থ রসায়নবিদ মৃত্যুবরণ করেন।

৪) ২০১৩ সালে আজকের দিনে কারে অরনুং নামের এক নরওয়েবাসী পিয়ানোবাদক ও শিক্ষক মৃত্যুবরণ করেন।

অন্যান্য-»
১) আজ আন্তর্জাতিক অহিংসা দিবস।
২) আজ পথশিশু দিবস।

Related Articles