whatsapp channel

Honey Singh: উরফি জাভেদকে নিয়ে প্রকাশ্যে যা বললেন হানি সিং

বিতর্ক ও সমালোচনার ওপর নাম উরফি জাভেদ (Urfi Javed)। পোশাক নিয়ে প্রায়ই তাকে ঘিরে তৈরি হয় সমালোচনার বাতাবরণ। বারবার নানা উদ্ভট সব পোশাক পরে সামাজিক মাধ্যমে মেলে ধরেন এই মডেল।…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

বিতর্ক ও সমালোচনার ওপর নাম উরফি জাভেদ (Urfi Javed)। পোশাক নিয়ে প্রায়ই তাকে ঘিরে তৈরি হয় সমালোচনার বাতাবরণ। বারবার নানা উদ্ভট সব পোশাক পরে সামাজিক মাধ্যমে মেলে ধরেন এই মডেল। আর সেই নিয়ে নানা তির্যক মন্তব্য ভেসে আসে তার দিকে। সমালোচনায় মশগুল হন নেটিজেনরা। তবে এবার উরফি জাভেদের পাশে দাঁড়ালেন বিখ্যাত এক গায়ক। বললেন তাকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা।

হানি সিং (Honey Singh), তিনিও বারবার সমালোচিত হয়েছেন নানা বিষয়ে। কখনো তার ব্যক্তিগত জীবন নিয়ে হয়েছে বিতর্ক, কখনো তার গান নিয়ে হয়েছে অনেক নেগেটিভ কথাবার্তা। দেশের সব মেয়েদের উরফির কাছ থেকে শেখা উচিত, এই মডেল অনেকের অনুপ্রেরণা হতে পারেন, এমনটাই মনে করেন এই গায়ক। একটি গান লঞ্চের মঞ্চে উঠেই এই মন্তব্য করেন গায়ক। তিনি অকপটে দেশের সবথেকে চর্চিতা মডেলকে নিয়ে বলেন কিছু গুরুত্বপূর্ণ কথা।

এই সাক্ষাৎকারে গায়ক হানি সিং বলেন, ‘ও খুব নির্ভীক, সাহসী। জীবনটা নিজের ইচ্ছামতো করে বাঁচতে চায়। আমার মতে, দেশের সব মেয়েদের উরফিকে দেখে শেখা উচিত। নিজের মন যেটা চায় সেটাই করুন। কোনো ইতস্তত না করে, কাউকে ভয় না পেয়ে। যেখান থেকেই আসো না কেন, যে ধর্ম, জাতেরই মানুষ হও না কেন, পরিবারের কথা ভেবে নয়, বরং নিজের মনের ডাকে সাড়া দিয়ে যেটা ইচ্ছা হয় করুন।’ এই নিয়ে আবার শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এই নিয়ে সরব হয়েছেন সামাজিক মাধ্যমে। কেউ বলেছেন, ‘ওনার আগের নিজের পরিবারের মহিলাদের নিয়ে মন্তব্য করা উচিত’; আরেকজন বলেছেন, ‘হ্যাঁ, তারপর ওর মতো আমারও বিয়ে ভেঙে যাক, সংসার ভেঙে যাক।’

প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে বিবাহবিচ্ছেদ ঘটে হানি সিংয়ের। দীর্ঘ ১১ বছরের সম্পর্ক বিচ্ছেদ ঘটে। সেই সময় তার প্রাক্তন স্ত্রী শালিনী তলওয়ার গায়কের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অত‍্যাচার করার অভিযোগ এনেছিলেন। শেষমেষ আইনি টালমাটালের পর এই বিয়ে ভেঙে যায় গত সেপ্টেম্বরে। এখন অভিনেত্রী টিনা ঠাডানির সঙ্গে সম্পর্কে রয়েছেন হানি।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

whatsapp logo
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা