whatsapp channel

আজকের গল্প: একতরফা প্রেম👓

-"তুই হাজারবার বিয়ে কর, অন্য কারোর সঙ্গে সংসার কর, দেখ কে তোকে রানী করে রাখে। শেষপাতে ওই রসগোল্লার মতন আমিই থাকবো" কথাগুলো কানে আসা মাত্রই বুক দুরু দুরু করে উঠলো…

Avatar

HoopHaap Digital Media

Updated on:

Advertisements
Advertisements

-“তুই হাজারবার বিয়ে কর, অন্য কারোর সঙ্গে সংসার কর, দেখ কে তোকে রানী করে রাখে। শেষপাতে ওই রসগোল্লার মতন আমিই থাকবো”

Advertisements

কথাগুলো কানে আসা মাত্রই বুক দুরু দুরু করে উঠলো তিথির। ইতস্তত হয়ে বারবার সুবর্ণার দিকে তাকাচ্ছিল, ভাবছিল এই বুঝি সুবর্ণা দি সবটা জেনে যাবে। আদিত্য যে স্টেজে উঠে আচমকা এরকম একটা কান্ড করে ফেলবে তা তিথি ঘূণাক্ষরেও বুঝতে পারেনি। নিজেকে কোনরকম সামলাতে সামলাতে আদিত্যর পরের শব্দগুলি কানে ভেসে এলো,

Advertisements

-“জানি তোরা কেউ বলবি যে আমি অনৈতিক, অসামাজিক কথা বলছি…। সে তোরা ভাবতে পারিস। আমার আবার বুড়ো আঙ্গুলটা বেঁকে না।”

Advertisements

গানের স্টেজ জুড়ে তখন শুধু আদিত্যর দাপুটে প্রেম নিবেদন। এরই মধ্যে একটা পাকা মেয়ে জিজ্ঞেস করে উঠলো “আদিত্য দা নামটা বলে দাও”।।।

Advertisements

ঘড়িতে তখন আটটা বাজে। নাকে ভেসে এলো পোড়া সিগারেটের গন্ধ। কে যেন হঠাৎ এক ঝটকায় থিয়েটার রুমের পেছনের দালানে নিয়ে গেল। অন্ধকারে মুখ স্পষ্ট নয়। তবে চেনা ঘ্রাণ বলে দিল,

-“আদিত্য তুই এখানে!”

-“নামটা বলিনি, তোর যদি অসম্মান হয়। আর তুই যেদিন আমার কাঁধে কাঁধ মেলাবি সেদিন না হয় তোর নামটা…..

-“থাক অনেক হয়েছে”

তিথির এই কথা আদিত্য কানেই তোলেনি। বরং আরেকটু কাছে এসে ফিসফিস করে আদিত্য বলল

-” তিনদিন পর লন্ডন যাচ্ছি, ফিরতে ফিরতে ছ’মাস, আজকের দিন মনে রাখবি তো?

-ইচ্ছে করছিল টেনে একটা চড় মারি। উফ কি স্পর্ধা! রাগে গজগজ করতে করতে তিথি গিয়ে বসে স্করপিও গাড়িতে। এদিকে সুবর্ণার চারটে মিসড কল।

মেসেজ সিন করতেই “তুই কোথায় বিরিয়ানির প্যাকেট নিবিনা?” মাথায় হাত রেখে ফোনটা এয়ারপ্লেন মোড করে দেয় তিথি। হঠাৎ যেন খচর-মচর শব্দ কানে ভেসে এলো। সেই ছেলেটা হাতে তিন প্যাকেট বিরিয়ানি নিয়ে চুপি চুপি আসছে।

“আবার তুই এখানে? দেখ বিরিয়ানি আমি খাব না। সবকিছু কি তোর কথা মতন হবে নাকি? না না আমার কি কোনো স্বাধীনতা নেই? তুই চাইলেই প্রেম আর না চাইলে প্রেম নেই! অবাক হয়ে যাই তোর মতন একজন এডুকেটেড ছেলের থেকে এমন ব্যবহার!”

এদিকে সুবর্ণা আর গাড়ির ড্রাইভার ফিরে এসেছে। “তোরা নেই তাই আমিও খাইনি একসাথেই গাড়িতে খেয়ে নেব। মিউজিক কনসার্ট কিন্তু এখনো চলছে। বরং চল আমাদের মন্দারমনি যেতে দেরি হয়ে যাবে” [সমাপ্ত]

(“তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না”
শত শত আদিখ্যেতা থাক মনের মানুষের জন্য……!
গল্প- সুস্মিতা কুন্ডু
পোস্টার ডিজাইন- কৌশিক ব্যানার্জি

আমাদের এই প্রথম প্রয়াস কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে শেয়ার করবেন, আরো নতুন নতুন গল্প ও অজানা তথ্য পেতে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকুন।)

whatsapp logo
Advertisements
Avatar
HoopHaap Digital Media