Finance News
Gold Price: ভোট বাজারে ওঠানামা সোনার দামেও, লক্ষ্মীবারে সোনালি ধাতুর দাম কেমন!
সোনা (Gold Peice) রূপোর দাম (Silver Price) যে হারে বেড়ে চলেছে দিন দিন তা মধ্যবিত্তের কাছে রীতিমতো চিন্তাদায়ক। মূলত বড় কোনো অনুষ্ঠানে সোনা কেনা হলেও ধনতেরাস উপলক্ষে বা উপহার দেওয়ার জন্য সারা বছর ধরেই টুকটাক সোনা কিনে থাকেন অনেকে। সোনায় বিনিয়োগও করে থাকেন কেউ কেউ। কিন্তু সোনার দাম যে হারে ক্রমেই আকাশ ছুঁতে চলেছে তাতে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরাও।
ভোটের ফলাফলের দিন সোনার দাম ছিল বেশ চড়া। আবার ফল প্রকাশের পরের দিনই এক ধাক্কায় বেশ খানিকটা কমেছিল সোনার দাম। পরপর দুদিন দামের ওঠানামার পর বৃহস্পতিবার সোনার বাজারের কী হাল? কত চলছে আজ সোনার দাম?
বৃহস্পতিবার সোনার দাম
- বুধবারের তুলনায় বৃহস্পতিবার সামান্য হলেও কমেছে সোনার দাম। বৃহস্পতিবার বুধবার ২৪ ক্যারাট সোনার দাম রয়েছে গ্রাম প্রতি ৭,২৬৪ টাকা। অর্থাৎ বৃহস্পতিবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম পড়বে ৭২,৬৪০ টাকা।
- ২২ ক্যারাট সোনা বা গহনা সোনার দাম কলকাতায় রয়েছে গ্রাম প্রতি ৬,৬৫৯ টাকা অর্থাৎ ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৬৬,৫৯০ টাকা।
- বুধবার কলকাতায় ২৪ ক্যারাট সোনার দাম ছিল গ্রাম প্রতি ৭,২৬৫ টাকা এবং ২২ ক্যারাট সোনার দাম ছিল গ্রাম প্রতি ৬,৬৬০ টাকা।
- বৃহস্পতিবার কলকাতায় ১৮ ক্যারাট সোনার দাম রয়েছে গ্রাম প্রতি ৫,৪৪৮ টাকা যা বুধবার ছিল গ্রাম প্রতি ৫,৪৪৯ টাকা।
বৃহস্পতিবার রূপোর দাম
- বৃহস্পতিবার কলকাতায় প্রতি গ্রাম রূপোর দাম রয়েছে ৯১.৬০ টাকা।
- বুধবার গ্রাম প্রতি রূপোর দাম ছিল ৯১.৭০ টাকা।
- বৃহস্পতিবার রূপোর দাম প্রতি কেজি রয়েছে ৯১,৬০০ টাকা।
- বুধবার এক কেজি রূপোর দাম কলকাতায় ছিল ৯১,৭০০ টাকা। বৃহস্পতিবার রূপোর দাম কমেছে বেশ খানিকটা।