Hoop News

Ration Card: জুলাইতে কোন রেশন কার্ডে মিলবে কত পরিমাণ খাদ্যসামগ্রী? জেনে নিন মাসের শুরুতেই

রেশন কার্ড (Ration Card) বর্তমানে দেশের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে। দেশ জুড়ে বহু মানুষকে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া হয়ে থাকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফে। রেশন কার্ড থাকলেই পাওয়া যায় বিনামূল্যে রেশন সামগ্রী। রাজ্যে মূলত পাঁচ ধরণের রেশন কার্ড চালু রয়েছে। প্রতিটি কার্ডের উপভোক্তারা ভিন্ন ভিন্ন পরিমাণ রেশন সামগ্রী পেয়ে থাকেন। প্রতি মাসে কোন কার্ডে কী পরিমাণ রেশন সামগ্রী পাওয়া যাবে তা খাদ্য দফতরের তরফেই নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয়।

রেশনে দুর্নীতি রুখতে নয়া পদক্ষেপ নিয়েছে সরকার। সাধারণত মাসের শুরুতেই কোন কার্ডের উপভোক্তারা কত পরিমাণ রেশন সামগ্রী পাবেন তার একটি লিস্ট করে দেওয়া হয়। জুনের শেষেই জুলাই মাসে কী পরিমাণ রেশন পাওয়া যাবে তা রেশন কার্ড গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস করে জানিয়ে দেওয়া হয়। বর্তমানে রাজ্যে RKSY, SPHH, PHH ও AAY এই চারটি রেশন কার্ড রয়েছে। RKSY এর অধীনে আবার RKSY I এবং RKSY II এই দুটি ভাগ রয়েছে।

AAY রেশন কার্ড

এই রেশন কার্ডের উপভোক্তারা সবথেকে বেশি রেশন পেয়ে থাকেন। এই কার্ডের উপভোক্তারা পরিবারের সদস্য পিছু ২১ কেজি চাল, ১৩ কেজি ৩০০ গ্রাম আটা বা ১৪ কেজি গম পেয়ে থাকেন বিনামূল্যে। এছাড়া ১ কেজি চিনি নিলে দিতে হবে ১৩ টাকা ৫০ পয়সা।

SPHH ও PHH রেশন কার্ড

স্পেশাল প্রায়োরিটি হাউজ হোল্ড এবং প্রায়োরিটি হাউজ হোল্ড এই দুই ধরণের রেশন কার্ডের উপভোক্তারা পরিবারের সদস্য পিছু ৩ কেজি চাল, ১ কেজি ৯০০ গ্রাম আটা বা ২ কেজি গম পেয়ে থাকেন।

RKSY I রেশন কার্ড

খাদ্য সুরক্ষা যোজনার RKSY I কার্ডে মাথা পিছু ২ কেজি চাল এবং ৩ কেজি গম দেওয়া হয়। তবে রেশন দোকানে পর্যাপ্ত পরিমাণে গম না থাকলে তার পরিবর্তে ৫ কেজি চাল নেওয়া যাবে।

RKSY II রেশন কার্ড

এই রেশন কার্ডের উপভোক্তারা সবথেকে কম পরিমাণ রেশন সামগ্রী পেয়ে থাকেন। রাজ্য খাদ্য দফতরের তরফে ১ কেজি চাল এবং ১ কেজি গম দেওয়া হয় এই কার্ডের গ্রাহকদের। তবে পর্যাপ্ত পরিমাণ গম না থাকলে নেওয়া যায় ২ কেজি চাল। এছাড়া জঙ্গল মহল এলাকার মানুষ, পাহাড়ের বাসিন্দা, চা বাগানের কর্মীরা অতিরিক্ত রেশন সামগ্রী পাবেন জুলাই মাসে।

Related Articles