BollywoodHoop Plus

Sharmila Tagore: পুত্রবধূ হিসেবে করিনাকে কিভাবে গ্রহণ করেছিলেন শর্মিলা ঠাকুর!

শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) দীর্ঘদিন পর আবারও ফিরেছেন বাংলা সিনেমায়। পাশাপাশি করণ জোহর (Karan Johar) সঞ্চালিত টক শো ‘কফি উইথ করণ’-এ তাঁর প্রথমবার আগমন শোয়ের পক্ষে ছিল যথেষ্ট ঐতিহাসিক। ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)-র প্রযোজনায় তৈরি বাংলা ফিল্ম ‘পুরাতন’-এর মাধ্যমে তাঁর শিকড়ের কাছে ফিরছেন শর্মিলা। ফলে বঙ্গতনয়াকে নিয়ে নিত্যনতুন স্কুপ তৈরি হচ্ছে। অনেকেই আগ্রহী শর্মিলার সাথে তাঁর পুত্রবধূ করিনা কাপুর (Kareena Kapoor Khan)-এর সম্পর্কের রসায়ন জানতে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ঠাকুরবাড়ির মেয়ে।

শর্মিলা জানালেন, কিভাবে তিনি করিনাকে শ্বশুরবাড়িতে আপ‍্যায়ন করেছিলেন! করিনা শর্মিলা-পুত্র সইফ আলি খান (Saif Ali Khan)-এর দ্বিতীয় স্ত্রী। সইফের প্রথম স্ত্রী অমৃতা সিং (Amrita Singh)-এর সাথে শর্মিলার সম্পর্ক যথেষ্ট ভালো ছিল না বলেই শোনা যায়। তবে করিনা বিয়ের আগে থেকেই দিল্লির পতৌদি প‍্যালেসে যাতায়াত করতেন। এমনকি টাইগার পতৌদি (Tiger Pataudi)- র শেষকৃত্যেও দেখা গিয়েছিল তাঁকে। শর্মিলা তাঁর শাশুড়ি সাজিদা সুলতান (Sajida Sultan)- এর বিয়ের পোশাক পরে পতৌদি পরিবারের বৌ হয়ে এসেছিলেন। করিনাও ওই বিয়ের পোশাকটি পরেই সইফের হাত ধরে শর্মিলার পরিবারে বধূ হয়ে এসেছিলেন। তবে এই অধিকার পাননি অমৃতা।

করিনা বিয়ে হয়ে যখন পতৌদি পরিবারে আসেন, সেই সময় শর্মিলা তাঁকে বলেন, এখন থেকে করিনার সব দায়িত্ব তাঁদের। কারণ শর্মিলা মনে করেন, একটি মেয়ে বিয়ে হয়ে এলে এটাই হওয়া উচিত। এমনকি শর্মিলা, সইফ ও সোহা আলি খান (Soha Ali Khan) যখন তাঁদের বিগত দিনের স্মৃতিচারণ করেন, সেই সময় করিনাকেও প্রাধান্য দেন শর্মিলা। করিনা যাতে স্বচ্ছন্দ থাকেন, সেদিকে তীক্ষ্ণ নজর রেখেছিলেন শর্মিলা।

সাজিদা সুলতানও শর্মিলার সাথে একই ভাবে মিশে গিয়েছিলেন। তবে পতৌদি পরিবারের নিয়ম-কানুন শিখতে তাঁর যথেষ্ট সময় লেগেছিল বলে স্বীকার করেছেন শর্মিলা।

whatsapp logo