আপনার এলাকায় BSNL-এর নেটওয়ার্ক কেমন? পোর্ট করার আগে জেনে নিন মাত্র ১ মিনিটে

বিএসএনএল (BSNL) এর জনপ্রিয়তা বেড়ে চলেছে পাল্লা দিয়ে। লোকসভা ভোট মিটতেই এক ধাক্কায় রিচার্জ প্ল্যানগুলির (Recharge Plan) দাম বাড়িয়ে দিয়েছে রিলায়েন্স জিও (Reliance Jio), এয়ারটেল এর মতো বেসরকারি সংস্থাগুলি। জল্পনা চলছিল আগে থেকেই। নির্বাচনের পরেই এক লাফে বেশ অনেকটাই দাম বেড়েছে সংস্থার সমস্ত প্ল্যানগুলির। শুধু জিও নয়, দাম বাড়িয়েছে এয়ারটেলও। এমতাবস্থায় ফের রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) এর চাহিদা বাড়তে শুরু করেছে।

বেসরকারি সংস্থাগুলির তুলনায় বিএসএনএল এর বেশিরভাগ রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই দাম। তাই অনেকেই সরকারি টেলিকম সংস্থায় সিম পোর্ট করার কথা চিন্তা ভাবনা করছেন। রিপোর্ট বলছে, আগে যেখানে দিনে ১০ টি সিম কার্ডও বিক্রি হত না বিএসএনএল এর, সেখানে এখন সংখ্যাটি গিয়ে ঠেকেছে ৫০-৬০ এ। আপনিও যদি বিএসএনএল এর সিমে সুইচ করতে চান তার আগে জেনে নিন যে আপনার এলাকায় বিএসএনএল এর নেটওয়ার্ক উপলব্ধ রয়েছে কিনা। নয়তো পড়তে হতে পারে সমস্যায়।

এলাকায় বিএসএনএল এর নেটওয়ার্ক উপলব্ধ রয়েছে কিনা তা জানার আগেই যদি সুইচ করেন তাহলে কী সমস্যা হতে পারে? উল্লেখ্য, টেলিকম নিয়ম অনুসারে যদি জিও, এয়ারটেল এর মতো সংস্থা থেকে বিএসএনএল এর নেটওয়ার্কে সুইচ করেন কিন্তু তারপরে যদি মোবাইলে নেটওয়ার্ক না পান, তাহলে কিন্তু আর পুরনো সংস্থায় ফিরতে পারবেন না। কারণ মোবাইল নম্বর পোর্ট করার পর অন্তত ৯০ দিন অপেক্ষা করতে হবে। তারপরেই অন্য নেটওয়ার্কে যেতে পারবেন।

অনলাইনে বিএসএনএল এর নেটওয়ার্ক খুঁজতে প্রথমেই যেতে হবে nperf এর ওয়েবসাইটে। সেখানে যেতে হবে ‘Map’ অপশনে। এরপর ‘Country’ এবং মোবাইল নেটওয়ার্ক অপশন নির্বাচন করতে হবে। এরপর নিজের লোকেশন অনুসন্ধান করলেই জানতে পারবেন আপনার এলাকায় বিএসএনএল এর নেটওয়ার্ক আছে কিনা।