সুদিন ফিরছে গ্রাহকদের, একধাক্কায় কমবে দাম, নামমাত্র টাকায় এবার পাওয়া যাবে রিচার্জ প্ল্যান
বর্তমানে জীবন অনেকটাই প্রযুক্তি নির্ভর। স্মার্টফোন ছাড়া এখন জীবন এক রকম অচল। প্রতি পদে পদে ফোনের প্রয়োজন পড়ে মানুষের। আর সেই সঙ্গে জরুরি হয়ে উঠেছে ইন্টারনেট। তাই মোবাইল রিচার্জ (Recharge Plan) করা বাধ্যতামূলক। এদিকে জিও, এয়ারটেলের মতো দেশের প্রথম সারির টেলিকম সংস্থাগুলি এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে রিচার্জ প্ল্যানের দাম।
প্ল্যানের দাম অনেকটা বাড়লেও কিছু ক্ষেত্রে কমেছে ভ্যালিডিটি। ফলে পকেটে যেমন চাপ পড়তে শুরু করেছে,তেমনি ব্যাপক ক্ষতির মুখেও পড়ছেন গ্রাহকরাও। এমতাবস্থায় বড়সড় ধামাকা করেছে বিএসএনএল। জিও এয়ারটেলের মাত্রাছাড়া দামের নাগপাশে একদিকে যখন মধ্যবিত্তের নাভিশ্বাস ছোটার জোগাড় হয়েছে, তখন গ্রাহক টানতে পরপর দুর্দান্ত অফার দিয়ে চলেছে বিএসএনএল। কম দামে রিচার্জের সুযোগ পাওয়ায় অনেকেই পোর্ট করছেন বিএসএনএল এ।
তবে এবার সাধারণ মানুষের সুবিধা অসুবিধর কথা ভেবে এক বড় পদক্ষেপ নিয়েছে TRAI। আগেকার মতো ডেটা ছাড়া শুধুমাত্র ভয়েস কল এবং এসএমএস এর জন্য রিচার্জ প্ল্যান আনার প্রস্তাব দেয়া হয়েছে দেশের সমস্ত টেলিকম সংস্থাগুলিকে।
আসলে দেশের বহু মানুষই এখনো সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট ব্যবহার করেন না। এমনকি অনেকের কাছে স্মার্টফোনও নেই। কিপ্যাড ফোনেই স্বচ্ছন্দ তারা। সেক্ষেত্রে ভয়েস কল এবং এসএমএস এর জন্য ডেটা সহ রিচার্জ প্ল্যান গ্রহণ করতে বাধ্য হন তারা। এতে অনেকটাই খরচ পড়ে যায় তাদের। যদি আগের মতো ডেটার জন্য আলাদা এবং ফোন এসএমএস এর জন্য রিচার্জ প্ল্যান রাখা হয় তাহলে তা অনেকের পক্ষে সুবিধাজনক হবে। যদি টেলিকম সংস্থাগুলি TRAI এর প্রস্তাব মেনে নেয় তাহলে এক ধাক্কায় কমবে দাম।