whatsapp channel

বিদ্যুতের বিল কমানোর ১০ টি কৌশল জেনে নিন

কষ্ট করে রোজগারের টাকা যদি সবটাই খরচ হয়ে যায় তাহলে সত্যিই খুব কষ্ট হয়। জেনে নিন ইলেকট্রিকের খরচ বাঁচানোর কৌশল - ১) ঘরে অপ্রয়োজনে আলো, পাখা চালিয়ে রাখবেন না। ২)…

Avatar

HoopHaap Digital Media

Advertisements
Advertisements

কষ্ট করে রোজগারের টাকা যদি সবটাই খরচ হয়ে যায় তাহলে সত্যিই খুব কষ্ট হয়। জেনে নিন ইলেকট্রিকের খরচ বাঁচানোর কৌশল –

Advertisements

১) ঘরে অপ্রয়োজনে আলো, পাখা চালিয়ে রাখবেন না।
২) মোবাইলে চার্জ হয়ে গেলে সুইচ অফ করে দিন।
৩) এসি চালানোকে অভ্যাস করে ফেলবেননা। খুব গরম না থাকলে এসি চালাবেন না।
৪) কম্পিউটার যখন ব্যবহার করবেন না, তখন তাকে স্লিপ মোডে রাখুন।

Advertisements

৫) ঘরে ব্যবহার করুন এলইডি লাইট। এতে বিদ্যুতের বিল অনেকটা কম আসে।
৬) রাতে শোয়ার সময় যদি সম্ভব হয় ফ্রিজ বন্ধ করে রাখুন। এতে বিদ্যুতের বিল অনেক কম আসবে।
৭) মাইক্রোওয়েভে কিছু রান্না করলে ঘনঘন তার দরজা খুলবে না। এতে বিদ্যুতের বিল বেশি আসে।
৮) অনেকক্ষণ ফ্রিজের দরজা খুলে রেখে কিছু বার করবেন না, এতেও বিদ্যুতের বিল বেশি আসার সম্ভাবনা থাকে।

Advertisements

৯) জামা কাপড় রোদে শুকানোর চেষ্টা করুন। তবে বর্ষাকালে ড্রায়ার ব্যবহার করতেই হয়, কিন্তু অন্য সময় ড্রায়ার ছেড়ে জামা কাপড় বাইরে মেলে দিন।
১০) গরমকালে শোয়ার ঘরে মোটা পর্দা লাগিয়ে দিন, যাতে বাইরের গরম ভিতরে না ঢুকতে পারে। এসি চালালেও কম সময়ে চালালেই ঘর ঠান্ডা হয়ে যাবে।

Advertisements
whatsapp logo
Advertisements
Avatar
HoopHaap Digital Media