Hoop Life

বর্ষাকালে বাড়িতে বাড়ছে সাপের উপদ্রব! এই সহজ নিয়ম মানলেই দূর হবে চিন্তা

অবশেষে বর্ষার আগমন বার্তা এল বাংলায়। বৃষ্টির সঙ্গে শান্তি মিললেও একটি চিন্তা থেকেই যায়। আর তা হল, বর্ষাকাল মানেই বাড়িতে সাপখোপের (Snake) উপদ্রব। বর্ষাকালে এক নাগাড়ে বৃষ্টির জন্য চারদিকে জলে থইথই হয়ে যায়। অনেক সময় সাপের গর্তেও জল ঢুকে পড়ায় উঁচু জায়গার সন্ধানে বাড়িতে ঢুকে পড়ে সাপ। এদের দূরে রাখার উপায় কী? জানতে হলে প্রতিবেদনটি পুরোটা পড়ুন।

আশপাশ পরিষ্কার রাখা

বৃষ্টিতে সাপকে বাড়ি থেকে দূরে রাখতে আশপাশ অবশ্যই সাফ সুতরো রাখতে হবে। ইঁট, টবের মতো অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখবেন না। অনেক সময়ে ইঁটের পাঁজায় সাপ লুকিয়ে থাকতে পারে। বাগানের আশেপাশে ঝোপঝাড়, অতিরিক্ত ঘাস কেটে ফেলতে হবে। গাছের গোড়া, নর্দমার ধার, বাড়ির প্রবেশপথ যেন পরিষ্কার থাকে। প্রবেশপথে আলো জ্বালিয়ে রাখুন।

বাড়িতে ইঁদুর যেন না থাকে

ইঁদুর, ব্যাঙ সাপের প্রধান খাদ্য। তাই বাড়িতে যেন ইঁদুর না থাকে। বাড়ির আশপাশে খাবারের উচ্ছিষ্ট, আবর্জনা যেন না থাকে। এতে ইঁদুরের আনাগোনা বাড়ে। আর পেছন পেছন ইঁদুরের লোভে আসে সাপ। বাথরুম, নিকাশি নালায় জাল লাগানো ভালো। বাড়ির দরজা সবসময় বন্ধ রাখুন।

কার্বলিক অ্যাসিডে কাজ হয়?

কার্বলিক অ্যাসিড হাওয়ার সংস্পর্শে আসলে এর জোর কমে যায়। পাশাপাশি বৃষ্টির জলেও ধুয়ে যায়। ব্লিচিং পাউডার দিয়েও সাপ দূরে রাখা যাবে না।

তবে একথা মনে রাখা উচিত যে, সাপকে বিরক্ত না করা হলে, ভুল করে গায়ে পা না দেওয়া হলে সাপ ছোবল মারে না। সাপ আত্মরক্ষার্থেই ছোবল মারে। তাই বাড়িতে সাপ ঢুকে পড়লেও নিজেরা তাড়াতে না যাওয়াই ভালো। স্থানীয় থানা বা ফাঁড়ি কিংবা বন দফতরে খবর দিলে তারাই এসে সাপ নিয়ে যাবে।

Related Articles