How to win lottery: লাখপতি হতে চান? লটারি কাটার সময় মেনে চলুন সহজ তিনটি টিপস
বর্তমানে অনেকেই লটারি কেটে অনেক অনেক টাকা রোজগার করছেন। আপনারও হয়তো দেখে মনে হয় যে এই এত টাকা আপনিও রোজগার করতে পারেন,, তার জন্য আপনাকে মেনে চলতে হবে কয়েকটা সহজ টিপস। তবে লটারি বা ফটকা বাজিতে কিন্তু সব সময় ঝুঁকি থাকে। ঝুঁকি নেওয়ার আগে সব দিক চিন্তা ভাবনা করে, তবেই এই সমস্ত জায়গায় টাকা ঢালবেন। তবে লটারি টিকিট কাটার আগে মেনে চলুন মাত্র তিনটি টিপস।
১) আগের খেলাতে ৩, ৫, ৭, ৯ এই ঘরের টিকিটের সংখ্যা গুলি পুরস্কার পেয়েছে। সে ক্ষেত্রে বুঝতে হবে, পরের দিন বা পরের বারের খেলাতে ২, ৪, ৬, ৮ ঘরের সংখ্যার পুরস্কার পাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে।
২) যদি কোন লটারির দ্বিতীয় সংখ্যাটি ৫৩ হয় এক্ষেত্রে শেষ সংখ্যাটি এমন একটা সংখ্যা হবে, যার সাথে ৩ এর বিয়োগফল -১, ০, ১ হবে। এক্ষেত্রে শেষ সংখ্যাটি ২, ৩ বা ৪ যে কোনো একটি হতে পারে।
৩) মিরর রিফ্লেক্সশন যেমন, 23432, 63036, 71917, 78387 এগুলো প্রত্যেকটি মিরর রিফ্লেকশন যুক্ত সংখ্যা। কারণ, প্রথম এবং দ্বিতীয় সংখ্যার পুনরাবৃত্তি হয়েছে চতুর্থ এবং পঞ্চম স্থানে। এই নাম্বারে টিকিট কেটে দেখতে পারেন। আপনার ভাগ্য সংখ্যাতেও পারে।
ডিসক্লেইমার – অবশ্যই সব দিক বিচার করে লটারি টিকিট কাটবেন, কোন রকম সমস্যা হলে, Hoophaap দায়ী থাকবে না।