Partha-Arpita: অর্পিতাকে চিনি না, টাকাও আমার নয়: ইডি জেরায় পাল্টে গেল পার্থর মত
আজ, শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় Partha Chatterjee) এবং তার সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়কে ( Arpita Mukherjee) বিশেষ PMLA আদালতে হাজির করে ইডি ( ED) । ছিল মুখোমুখি বসিয়ে জেরা। উঠে এসেছে পার্থর চাঞ্চল্যকর দাবি
ইডি সূত্রে খবর, পার্থ বলছেন তিনি চেনেন না অর্পিতা মুখোপাধ্যায়কে। নাগতলার পুজোয় কয়েকবার দেখেছেন। অর্থাৎ, সম্পূর্ন অস্বীকার অর্পিতাকে। এদিকে, অর্পিতাকে যখন ইডি জিজ্ঞেস করে টাকার ব্যাপারে এবং পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের ব্যাপারে, তখন অর্পিতা জানান যে পার্থ দার সঙ্গে তার সম্পর্ক ২০১২ থেকে। ২০১৭ সালে পার্থ বাবুর স্ত্রী মারা গেলে তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। এছাড়াও, টাকা প্রসঙ্গে অর্পিতা জানিয়েছেন ওই টাকা আমার নয়, পার্থ বাবুর লোকজন টাকা রেখে যেত।
অর্পিতার নামে এখনও পর্যন্ত ৩১ টি জীবন বীমা পাওয়া গিয়েছে যার প্রত্যেকটির নমিনি হলেন স্বয়ং পার্থ চট্টোপাধ্যায়। অর্পিতার বাড়িতে পাওয়া যায় শিক্ষা দপ্তরের সরকারি খামে মোটা মোটা টাকার বান্ডিল। এরপরেও, পার্থ বলবেন অর্পিতাকে তিনি চেনেন না। তাহলে এতদিন কেন বলেননি যে তিনি অর্পিতাকে চেনেন না? তাহলে কি উকিলের বলা কথা উগড়ে দিচ্ছেন পার্থ?
নিজেই কি নতুন কোনো প্ল্যান কষছেন? অর্পিতাকে অস্বীকার করে কি টাকার দ্বায়ভার থেকে মুক্ত হতে চান? পার্থ এও জানিয়েছেন যে ওই টাকা আমার নয়।তাহলে কি টাকা তৃণমূল পার্টির? তাহলে কি টাকা গান্ধীজির? নাকি টাকা সত্যি আম জনতার যেই টাকার বিনিময়ে চাকরি পর্যন্ত দেননি অনেককে আবার অনেক অযোগ্য ব্যাক্তি চাকরি পেয়েছেন।