ভারতের মুকুটে যুক্ত হল নতুন পালক। ভারতীয় ফিল্ম ‘জয় ভীম’ -এর একটি দৃশ্য ও পরিচালকের গল্পের বর্ণনা দেখানো হল অস্কারের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। ‘জয় ভীম’ অস্কারের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রদর্শিত প্রথম ভারতীয় চলচ্চিত্র।
ইন্ডাস্ট্রি ট্র্যাকার মনোবালা বিজয়বালান (Manobala Vijaybalan) টুইট করে লিখেছেন, সুরিয়া (Suriya)-র ‘জয় ভীম’-এর মুকুটে আরও একটি পালক যুক্ত হল কারণ এটি অস্কার ইউটিউব চ্যানেলে প্রদর্শিত প্রথম ভারতীয় চলচ্চিত্র। সুরিয়ার অনুরাগীরাও যথেষ্ট উচ্ছ্বসিত। তাঁদের মতে, সুরিয়ার কর্মজীবনে এটি একটি গর্বের মুহূর্ত। অনুরাগীদের মধ্যে একজন টুইট করে লিখেছেন, অস্কারের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘জয় ভীম’ দেখার পর তিনি যেন হাতে চাঁদ পেয়েছেন। সুরিয়া ক্রমশ আরও উজ্জ্বল হচ্ছেন।
View this post on Instagram
গত বছর সুরিয়া অভিনীত ‘জয় ভীম’ ফিল্মটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল। 2021 সালের সেরা চলচ্চিত্রগুলির মধ্যে ছিল ‘জয় ভীম’। টিজে জ্ঞানভেল (TJ Gnanavel) পরিচালিত ‘জয় ভীম’ ফিল্মটি বিচারপতি কে.চন্দ্রু (K.Chandru)-এর জীবনী দ্বারা অনুপ্রাণিত। দলিতদের রক্ষার জন্য তাঁর লড়াইয়ের কথা উঠে এসেছে ‘জয় ভীম’-এ। এই ফিল্মে সুরিয়া ছাড়াও অভিনয় করেছেন লিজোমল (Lijomal), মণি কন্দন (Mani kandan), প্রকাশ রাজ (Prakash Raj) প্রমুখ। আইএমডিবি-র তালিকায় ‘দ্য শশাঙ্ক রিডাম্পশন’, হলিউডের ‘দ্য গডফাদার’ -এর মতো ফিল্মকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে তামিল ফিল্ম ‘জয় ভীম’।
View this post on Instagram
2021 সালের নভেম্বর মাসে ‘গোল্ডেন গ্লোবস 2022’-তে ‘বেস্ট নন ইংলিশ ল্যাঙ্গোয়েজ ফিল্ম’ ক্যাটেগরি-র তালিকায় মনোনীত হয়েছিল ‘জয় ভীম’।