whatsapp channel

অভিনেত্রী জুহি চাওলার রাজপ্রাসাদ দেখলে চক্ষু চড়কগাছ! গোটা বাড়ি জুড়ে অভিনবত্বের ছোঁয়া

১৯৮৪ সালের মিস ইন্ডিয়া সৌন্দর্যের বিজয়ী তিনি, বলিউডে রয়েছে একাধিক হিট মুভির সম্ভার। হিন্দি ছাড়াও জুহি বাংলা, পাঞ্জাবী, মালয়ালাম, তামিল, কন্নড় এবং তেলেগু ভাষায় বহু মুভি করেছেন। ৯০ দশকের এমন…

Avatar

HoopHaap Digital Media

১৯৮৪ সালের মিস ইন্ডিয়া সৌন্দর্যের বিজয়ী তিনি, বলিউডে রয়েছে একাধিক হিট মুভির সম্ভার। হিন্দি ছাড়াও জুহি বাংলা, পাঞ্জাবী, মালয়ালাম, তামিল, কন্নড় এবং তেলেগু ভাষায় বহু মুভি করেছেন। ৯০ দশকের এমন ডাকসাইটে অভিনেত্রী আচমকাই বিনোদন জগত থেকে উবে গেলেন। ক্যারিয়ার যখন মধ্য গগনে ঠিক তখনই বিয়ের পিঁড়িতে বসেন জুহি। শিল্পপতি জয় মেহতার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এরপর তাঁদের ঘরে আসে দুটি সন্তান। ২০০১ এ আসে কন্যা জাহ্নবী ও ২০০৩ এ অর্জুন।

 

View this post on Instagram

 

A post shared by Juhi Chawla (@iamjuhichawla)

এক সাক্ষাৎকার থেকে জানা যায়, ১৯৯০ সালে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় জয় মেহতার প্রথম স্ত্রী সুজাতা বিড়লার, এরপরেই কার্যত ভেঙে যান তিনি। পরবর্তীতে জুহির মতন ডাক সাইটে সুন্দরীর প্রেমে হাবুডুবু খান। অভিনেত্রী জুহির কথায়, তাঁকে মানানোর জন্যে জয় অনেক পাগলামি করেছেন। তাঁর পিছু পিছু সর্বত্র পৌঁছে যেতেন কখনও ফুল নিয়ে আবার কখনও লাভ নোট নিয়ে। শেষে মন দেন জুহি, বিয়েও করে নেন চুপিসারে। দুই সন্তান হওয়ার পরে জুহিকে সেভাবে বলিউডে আর দেখাই যায়নি। এক্কেবারে পাকা গৃহিণী হয়ে উঠেছিলেন। হাতে গোনা কয়েকটি সিনেমা করলেও বেশ কিছু ওয়েব সিরিজে ও বিজ্ঞাপনে দেখা গেছে তাঁকে। সম্প্রতি জুহির বিলাসবহুল ‘রাজপ্রাসাদ’ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। মুম্বইয়ের মালাবার হিলে জুহি চাওলা ও জয় মেহতার রাজকীয় ধাঁচের বাড়ি দেখে চমকে উঠেন অনেকেই।

 

View this post on Instagram

 

A post shared by Ashish Sahi (@ashishsahi)

জানা যায়, ১৯৪০ সালে জয় মেহতার দাদু ওই বাড়ি তৈরি করেন। পরবর্তীতে ডিজাইনার দিয়ে নতুন করে সেই বাড়ি সাজানো হয়। কি নেই সেই রাজপ্রাসাদে।

 

View this post on Instagram

 

A post shared by Ashish Sahi (@ashishsahi)

জুহি বা জয় কেউই তাঁদের অন্দরমহলের ছবি পোস্ট করেননি, তবে যিনি ওই বাড়িটি নতুন করে ডিজাইন করেছেন তিনি তাঁর নিজের ইন্সটাগ্রামে সমস্ত ছবি পোস্ট করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Ashish Sahi (@ashishsahi)

আইপিএল শেষ হওয়ার পর জুহি ও জয় দুজনেই এই রাজকীয় বাড়িতে আছেন। বাড়িটির দুই তলায় থাকেন জুহি ও জয় এবং বাকি জায়গা কাজের জন্য ব্যবহৃত হয়।

 

View this post on Instagram

 

A post shared by Ashish Sahi (@ashishsahi)

জুহি ও জয়ের এমন রাজকীয় বাড়ির ছবি সোশ্যাল মিডিইয়ার সামনে আসতেই তা ভাইরাল হয় হু হু করে।

 

View this post on Instagram

 

A post shared by Ashish Sahi (@ashishsahi)

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media