Finance News

Interest Rate: বড়দিনের পরেই সুদের হার বাড়ালো ব্যাঙ্ক, ২ কোটির কম আমানতেই মিলবে ৭ শতাংশ সুদ

কোনো উৎস থেকে মোটা অঙ্কের টাকা পাওয়া গেলে কিংবা অবসর জীবনে পাওয়া টাকা কিংবা কোনো এক সময়ের জন্য সঞ্চিত অর্থকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যেই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলে থাকেন অনেকেই। এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে একদিকে টাকা যেমন সুরক্ষিত থাকে, তেমনই একটি নির্দিষ্ট সময়সীমা অবধি সেই টাকা রাখলেই ভালো সুদ পাওয়া যায়। যে কারণে সময়কাল শেষ হয়ে যাওয়ার পর রিটার্ন মেলে বেশ ভালো।

এখন চলছে ফেস্টিভ মরশুম। ডিসেম্বর শেষের মুখে। সামনেই দাঁড়িয়ে ইংরেজি নববর্ষ। আর সেই কারণেই গ্রাহকদের জন্য নানা অফার দিচ্ছে বিভিন্ন ব্যাঙ্ক। সম্প্রতি, সটোট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য। আর এবার সেরকমই ঘোষণা করল দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক। সম্প্রতি, ICICI ব্যাঙ্কের তরফে এই বিষয়ে ঘোষণা করা হয়েছে। জানা গেছে, ২ কোটি টাকার বেশি, কিন্তু ৫ কোটি টাকার কম আমানতের ক্ষেত্রে ক্ষেত্রে সুদ বৃদ্ধি করা হয়েছে। ২৮ ডিসেম্বর থেকে এই সুদের হার লাগু করা হয়েছে ব্যাঙ্কের তরফে। এখন একনজরে দেখে নিন কোন মেয়েদের জন্য কত শতাংশ সুদ মিলবে।

■ ৭ থেকে ১৪ দিনের মেয়াদ – ৩.০০ শতাংশ হারে সুদ।
■ ১৫ থেকে ২৯ দিনের মেয়াদ – ৩.০০ শতাংশ হারে সুদ
■ ৩০ থেকে ৪৫ দিনের মেয়াদ – ৩.৫০ শতাংশ হারে সুদ।
■ ৪৬ থেকে ৬০ দিনের মেয়াদ – ৪.২৫ শতাংশ হারে সুদ।
■ ৬১ থেকে ৯০ দিনের মেয়াদ – ৪.৫০ শতাংশ হারে সুদ।

■ ৯১ থেকে ১২০ দিনের মেয়াদ – ৪.৭৫ শতাংশ হারে সুদ।
■ ১২১ থেকে ১৫০ দিনের মেয়াদ – ৪.৭৫ শতাংশ হারে সুদ।
■ ১৫১ থেকে ১৮৪ দিনের মেয়াদ – ৪.৭৫ শতাংশ হারে সুদ।
■ ৬ থেকে ৯ মাসের মেয়াদ – ৫.৭৫ শতাংশ হারে সুদ।
■ ৯ মাস থেকে ১ বছর মেয়াদ – ৬.০০ শতাংশ হারে সুদ।

■ ১ বছর থেকে ১৫ মাসের মেয়াদ – ৬.৭০ শতাংশ হারে সুদ।
■ ১৫ মাস থেকে ১৮ মাসের মেয়াদ – ৭.১০ শতাংশ হারে সুদ।
■ ১৮ মাস থেকে ২ বছর ১১ মাসের মেয়াদ – ৭.০০ শতাংশ হারে সুদ।
■ ২ বছর ১১ মাস থেকে ৩৫ মাসের মেয়াদ – ৭.০০ শতাংশ হারে সুদ।
■ ৩ বছর থেকে ৪ বছর ৭ মাসের মেয়াদ – ৭.০০ শতাংশ হারে সুদ।

■ ৪ বছর ৭ মাস থেকে ৫৫ মাসের মেয়াদ – ৬.৯০ শতাংশ হারে সুদ।
■ ৪ বছর ৭ মাস থেকে ৫ বছরের মেয়াদ – ৭.০০ শতাংশ হারে সুদ।

Related Articles