BollywoodHoop Plus

বিরাট-অনুষ্কার সন্তানের সঠিক ভাগ্য নির্ধারণের পর শাহরুখের ভবিষ্যৎ বলে দিলেন জগন্নাথ গুরুজী

আবারও শিরোনামে পন্ডিত জগন্নাথ গুরুজী (jagannath guruji)। এর আগে বিরাট কোহলি (virat kohli) ও অনুষ্কা শর্মা (Anushka sharma)-র কন্যাসন্তান ভামিকা (vamika)-র জন্মের ভবিষ‍্যদ্বাণী করে শিরোনামে এসেছিলেন তিনি। তাঁর একের পর এক প্রেডিকশন সফল হতে দেখা গেছে। এবার শাহরুখ ‘কিং’ খান (shahrukh khan)-এর কেরিয়ার সম্পর্কে বললেন জগন্নাথ।

জগন্নাথের প্রেডিকশন অনুযায়ী, বহুদিন পরে নিজের আপকামিং ফিল্মের মাধ্যমে শাহরুখ আবারও বলিউডের সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠিত হবেন। জগন্নাথ বলেছেন, শাহরুখের আপকামিং ফিল্মগুলি যথেষ্ট হিট হবে। করোনা অতিমারীর কারণে এই মুহূর্তে প্রেক্ষাগৃহ বন্ধ হলেও জগন্নাথ বলেছেন, সম্ভবত শাহরুখের ফিল্মগুলি হলেই মুক্তি পাবে। কোনো ওটিটিতে সেগুলি মুক্তি পাওয়ার সম্ভাবনা তিনি দেখছেন না। শাহরুখের ফিল্ম বহুদিন পরে দর্শকদের আবারও হলমুখী করে তুলবে।

শাহরুখের প্রোডাকশন ‘রেড চিলি’জ’-এর ব্যাপারে জগন্নাথ বলেছেন, শাহরুখ যদি নতুন প্রতিভাদের তাঁর প্রোডাকশনের মাধ্যমে লঞ্চ করেন, তাহলে তাঁর সফলতা কেউ ঠেকাতে পারবে না। এছাড়াও শাহরুখের লুকের ব্যাপারেও কথা বলেছেন জগন্নাথ। তিনি জানিয়েছেন, লক্ষ্য করলে দেখা যাবে, শাহরুখের যেসব ফিল্মে তিনি দাড়ি-গোঁফ রেখেছেন, সেগুলি আশাতীত সাফল্য পায়নি। অথচ শাহরুখ ক্লিন শেভড থাকলে তাঁর সাফল্য এসেছে।

শাহরুখের আপকামিং ফিল্ম ‘পাঠান’-এর শুটিং নিয়ে করোনা অতিমারীর কারণে বারবার সমস্যা হয়েছে। 2021 সালে ‘পাঠান’ রিলিজের কথা শোনা গেলেও এখনও অবধি সমস্ত প্রেক্ষাগৃহ বন্ধ। জগন্নাথের কথা অনুযায়ী, ‘পাঠান-এর নির্মাতারা যদি হল রিলিজ বেছে নেন, তাহলে তাঁদের বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। এর উপর করোনার তৃতীয় ঢেউয়ের চোখরাঙানির ফলে প্রেক্ষাগৃহগুলি কবে খুলবে, তা এখনও বলা যাচ্ছে না। সুতরাং, এবার জগন্নাথ গুরুজীর প্রেডিকশন আবারও ফলবে কিনা তা বলে দেবে সময়।

 

View this post on Instagram

 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

Related Articles