বাড়ির টবে জামরুল চাষ করুন সহজ পদ্ধতি শিখে নিন
বাড়িতে টবের মধ্যে চাষ করতে পারেন জামরুল গাছ। তবে নার্সারি থেকে জামরুলের থাই প্রজাতিটি আপনাকে আনতে হবে। নার্সারি থেকে লাল সবুজ কিংবা সাদা জামরুল কিনে আনতে পারে।
মাটি প্রস্তুত করে নিতে হবে। তার জন্য কোকোপিট, গোবর সার, হাড় গুঁড়ো, শিংকুচি দিয়ে ভালো করে মাটি তৈরি করে নিতে হবে। তবে হাড় গুঁড়ো যদি না থাকে তাহলে ডিমের খোসা গুঁড়ো দিতে পারেন।
১২ ইঞ্চির টবের মধ্যে মাটি ভালো করে রেখে জামরুল গাছ প্রতিস্থাপন করুন। এই গাছ যখন চারা অবস্থায় থাকবে তখন উচ্চ আলো যুক্ত জায়গায় রেখে দিতে হবে। খুব বেশি কড়া রোদে রাখা যাবেনা। তবে এই গাছ বড় হতে ৮ ঘন্টা সারাদিনে রোদে রাখতে হবে।
খুব বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই। মাটি শুকিয়ে গেলে তবেই জল দিন। এই গাছে সাধারণত মিলিবাগের সমস্যা হতে পারে। তাই জলের মধ্যে নিম তেল ভালো করে গুলিয়ে নিয়ে সেই নিম তেল স্প্রে করুন। ১০ দিন অন্তর অন্তর গাছের গোড়ায় গোবর সার দিন। তাছাড়া সরষের খোল পচা তরল সার দিতে পারেন।