হঠাৎ মনিপুরী পোশাক পরে কিসের ইঙ্গিত দিলেন কঙ্গনা! নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও
সুশান্তের মৃত্যুর পর থেকেই ট্যুইটার একাউন্টে বিতর্কিত বিষয় নিয়ে মুখ খুলে এক অংশের সমর্থনের পাশাপাশি বহু ক্ষেত্র থেকে সইতে হয়েছে ট্রোলিংও। তবু দমানো যায় নি বলিউড কুইন কঙ্গনাকে।
গতকালই ফলোয়ার্স সংখ্যা দৈনিক ৪০-৫০ হাজার কমে যাওয়ার অভিযোগ জানিয়েছিলেন। তবে গতকালই তাঁর ফ্যান ফলোয়ার্স সংখ্যা ছোঁয় এক মিলিয়ন অর্থাৎ ১০ লক্ষে। এই খুশিতে শুভেচ্ছা জানিয়ে কঙ্গনা পোস্ট করেছেন একটি ভিডিও।
অভিনব লুকে ভিডিও দিয়েছেন অভিনেত্রী। উপহার পাওয়া একটি মণিপুরী পোশাক পরে কঙ্গনা দেশীয় পোশাক ও শিল্পের ফ্যাশন ও শৈলী নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন। আমরা বিদেশী পোশাকের ফ্যাশন ও শিল্পের প্রতি আকর্ষণ দেখাতে গিয়ে দেশীয় পোশাকের অভিনব শৈলীকে এড়িয়ে যাই বলে মত অভিনেত্রীর। পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের হস্তশিল্পকে ভারতীয় সংস্কৃতির মূল স্রোতে দৃঢ় ভাবে প্রচারিত হওয়ার পক্ষেও সওয়াল করেন কঙ্গনা।
Fashion should be inclusive but what is the point of including others and excluding our own? True meaning of Nationalism is Nation first, our own first, also big cheers to my twitter family of 1 million ❤️ pic.twitter.com/zQw1nfrz8B
— Kangana Ranaut (@KanganaTeam) September 1, 2020