Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কঙ্গনাকে ‘হারামখোর’ বলে কটাক্ষ শিবসেনা সাংসদের, সপাটে উত্তর দিলেন কুইন

Avatar

HoopHaap Digital Media

কঙ্গনা রানাউতের বক্তব্য নিয়ে বাকযুদ্ধ অব্যাহত সোশ্যাল মিডিয়ায়। মুম্বইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করার পর থেকে শিবসেনার সাংসদ সঞ্জয় রাউৎ মুম্বইতে ফিরতে মানা করেন অভিনেত্রীকে। শুধু তাই নয় কঙ্গনাকে ‘হারামখোর মেয়ে’ বলে গালি দিতেও বাধ সাধেনি তাঁর। আর এক বিধায়ক তো মুখ ভেঙে দেওয়ার প্রকাশ্য হুমকি দেন কঙ্গনাকে। মহারাষ্ট্রকে অপমান অভিযোগ আনেন তাঁরা কঙ্গনার বিরুদ্ধে।

কঙ্গনা অবশ্য বুক ঠুকে নিজেকে মারাঠী বলে ঘোষণা করে পাল্টা বলেন ইন্ডাস্ট্রির চাপের মধ্যেও মারাঠী শৌর্যকে ছবির মাধ্যমে তুলে ধরার কাজ তিনিই করেছেন।

ইতিমধ্যে মাধব শর্মা নামে এক নেটিজেন কঙ্গনার সমর্থনে ট্যুইট করেন–‘সঞ্জয় রাউৎ বলছেন ‘কঙ্গনা টিম’ মহারাজ শিবাজীর বিরুদ্ধে বলেছেন। এটা মিথ্যা। তিনি কখনোই মহান শিবাজীর বিরুদ্ধে কোনো কথা বলেন নি। একজন মহিলাকে প্রকাশ্যে ক্ষমতায় থাকা লোকজন গালি দিচ্ছেন, আর তথাকথিত বাক-স্বাধীনতার যোদ্ধারা কিছুই বলছেন না। লজ্জা!’

প্রত্যুত্তরে কঙ্গনা রিট্যুইটে বলেন,’ ২০০৮ এ মুভি মাফিয়া আমায় পাগল ঘোষণা করেছিল, ২০১৬ তে আমায় ডাইনি ও ভাঁড় বলেছিল। ২০২০ তে মহারাষ্ট্রের মন্ত্রী আমাকে “হারামখোর মেয়ে” আখ্যা দিয়ে দিলেন, যেহেতু আমি বলেছি একটি খুনের পর মুম্বইতে আমি নিজেকে অসুরক্ষিত মনে করছি। সেইসব তর্ক-যোদ্ধারা এখন কোথায়?’

Avatar