বাড়ির টবে করবী ফুল চাষ করুন শিখে নিন সহজ পদ্ধতি
আপনার যদি ছাদ বাগানের শখ থাকে তাহলে বাড়িতে টবের মধ্যে চাষ করতে পারেন করবী ফুল গাছ। এই গাছ একটু বড় আকারের হয় তাই বড় আকারের টব বাছাই করুন। এর জন্য মাটি প্রস্তুত করতে হবে। এর জন্য উচ্চ জল নিকাশি যুক্ত মাটি প্রস্তুত করতে হবে। তার জন্য প্রয়োজন বাগানের মাটি, বালি , জৈব সার, কোকোপিট ভাল করে মিশিয়ে নিয়ে মাটি প্রস্তুত করুন।
নার্সারি থেকে কোন ভাল জাতের করবী ফুলের গাছের চারা কিনে নিয়ে টবের মাঝখানে প্রতিস্থাপন করুন এই গাছটি। এই গাছ রোদ খুব পছন্দ করে। তাই আপনার ছাদ বাগানে যেখানে সারাদিন রোদ পাবে সেই জায়গা বাছাই করে এই গাছ রেখে দিন।
এই গাছ জৈবসার পছন্দ করে তাই মাঝে মাঝে টবের মাটি খুঁচিয়ে দিয়ে গোবর সার বা সরিষার খোল পচা সার দিতে পারেন। ১০ দিন অন্তর অন্তর সরিষার খৈল পচা তরল সার দিন। যদি পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে রসুন এবং লঙ্কাগুঁড়ো থেঁতো করে গাছের উপরের স্প্রে করে দিতে পারেন। পিঁপড়ের আক্রমণ থেকে বাঁচতে মাটির সঙ্গে সামান্য হলুদ মিশিয়ে দিন।