‘জর্জ ফ্লয়েড’ নামে এক ব্যক্তিকে নিয়ে কিছু মাস আগে বেশ চর্চা হয়েছিলো সাড়া দেশ জুড়ে। শেতাঙ্গ পুলিশের হাতে নির্মম ভাবে হত্যা হয় ‘জর্জ ফ্লয়েড’ নামে এক কৃষ্ণাঙ্গ। এরপরেই সাড়া দেশ গর্জে ওঠে। ঘটনাটি ঘটে মে বা জুন মাস নাগাদ। আমেরিকায় নিরস্ত্র একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গ্রেপ্তার করে কয়েকজন আমেরিকান পুলিশ অফিসার। ওই ব্যক্তিকে হাঁটু দিয়ে পুলিশরা গলা চেপে ধরে মাটিতে ফেলে দেয়। ওই ব্যক্তি সেদিন জানায় যে তাঁর শ্বাসকষ্ট হচ্ছে। এরপরেও সেই শ্বেতাঙ্গ পুলিশরা তাঁকে ছাড়ে না। ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়। এবং ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী জানা যায় যে এই ব্যক্তির শ্বাসকষ্টে মৃত্যু হয়। এখানেই শেষ নয়, ২০১৪ ও ২০১২ তেও কৃষ্ণাঙ্গ নিধন চলে আমেরিকায়।
মে মাসের কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুতে সাড়া দেশ গর্জে ওঠে। সংখ্যালঘু বর্ণ সম্প্রদায়ের বিরুদ্ধে পুলিশের নৃশংসতাকে আবার সামনে আনা হয়। এই দেশের বহু মানুষ এর নিন্দা করে। সেইসময় বাদ যায়নি বলিউডও। প্রতিবাদ করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের সেলেব্রিটিরা। এরই মধ্যে বিবাদ বাধে করিনা কাপুরের মন্তব্য ঘিরে। এদিন কারিনা কাপুর সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “সব মানুষেরই জীবনের দাম আছে। তা সে কৃষ্ণাঙ্গই হোক; দলিত, মুসলিম, মহিলা এবং পরিযায়ী শ্রমিক যেই হোক না কেন।” বেবোর এমন মন্তব্য ঘিরে অনেকেই প্রশংসা করেন। আবার অনেকে গর্জেও ওঠেন। কেউ কেউ বলেন করিনা নিজে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন দেন, এরপরেও তিনি কিভাবে এমন কথা বলেন?
View this post on Instagram
আমেরিকায় কৃষ্ণাঙ্গ হত্যা নিয়ে বলিউডে করিনা ছাড়াও আরও অনেক অভিনেত্রী ও অভিনেতা সরব হন। বিশেষত করিনা যিনি নিজেই বহুবার ফেয়ারনেস ক্রিমের বিভিন্ন বিজ্ঞাপনে মুখ দেখিয়েছেন তিনি কীভাবে কৃষ্ণাঙ্গ হত্যা নিয়ে আচমকা সরম হন এই নিয়ে কটাক্ষ করেছিলেন কঙ্গনা রানাউত।
করিনা একটা সময় বিপাসা বসুকেও ‘কালি বিল্লি’ বলে কটাক্ষ করেছিলেন। কঙ্গনা সরাসরি করিনাকে আক্রমণ না করেও বলিউডের সেলেব্রিটিদের নিশানা করেছেন বহুবার।
আমেরিকায় আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডের মর্মান্তিক হত্যার নিন্দায় #BlackLivesMatter অর্থাত্ কালো মানুষের জীবনেরও দাম আছে, এই মর্মে যে প্রচার চলছে, তার সমর্থনে এগিয়ে এসেছে বলিউডও। এরপরেই কঙ্গনা রানাউত অভিনেত্রীদের নাম না করেই কটাক্ষ করে জানান যে পালঘরে দুই সাধুসহ তিনজনকে পিটিয়ে খুন করা হলে তা নিয়ে কেউ কখনো প্রতিবাদ করেনি কখনো।
কঙ্গনা এও বলেন বলিউড আসলে হলিউডের এক ধার করা নাম! বলিউড সেলেব্রিটিরা একটা বুদবুদের মধ্যে বাস করেন, একটা কোনও ধুয়ো উঠলেই (তবে সেটা সাদা চামড়াদের দ্বারা চালিত হতে হবে) তাতে ঝাঁপিয়ে পড়েন। এমনকি ইন্ডাস্ট্রির একাংশকে কঙ্গনা মেরুদণ্ডহীন বলেও কটাক্ষ করেন।