খালিসানি সার্বজনীন জগদ্ধাত্রী পুজার এবারের থিম ‘লকডাউন’
বাঙালির ‘বারো মাসে তেরো পার্বণ’ দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা যেতে না যেতেই এবার চন্দননগর মেতে উঠেছে জগদ্ধাত্রী পুজোর আনন্দে। করোনার আবহে আনন্দে খানিকটা জল ঢাললে ও উৎসব প্রেমী বাঙালি কোন কিছুতেই ঘরে আটকে থাকার মানুষ নয়। তারা বরাবরই উৎসব পছন্দ করে, হই হট্টগোল এবং আনন্দ ভালোবাসে।
চন্দননগরের জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে আলোর রোশনাই। এই আলোর রোশনাই এবং প্যান্ডেলের সাজের মধ্যে দেখা গেছে খুব বাস্তব একটি রূপ। যা গোটা বিশ্ব ৮ মাস ধরে বুঝতে পেরেছে তা হলো করোনাভাইরাস এর দাপট। করোনা ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে গোটা বিশ্ব লকডাউন এর আওতায় পড়েছিল। বন্ধ হয়ে গিয়েছিল বিশ্বের অর্থনীতি। ট্রেনের চাকা যানবাহনের চাকা স্তব্ধ হয়।
কিন্তু এই চিত্রটাকেই প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তুলেছে খালিসানি সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। তারা তৈরি করেছে ছোট ছোট ট্রেন, এবং ঝাঁপ বন্ধ দোকান, আবার কোথাও মাথায় হাত রেখে চিন্তা করছে এক রিক্সাওয়ালা। চারিদিকেই এক চিন্তার ছাপ। খুব সুন্দর ভাবনা নিয়ে তাদের প্যান্ডেল সজ্জা। প্যান্ডেলের সঙ্গে মানানসই হয়েছে জগদ্ধাত্রী প্রতিমা রূপ। শিল্পী কে কুর্নিশ জানাতে হয়।