Virat Kohli: ‘রাজা সবসময়ই রাজা থাকেন’, বিরাটের সিদ্ধান্তকে কুর্নিশ জানালেন রণবীর সিং
শনিবার সন্ধ্যার সময় বিরাট কোহলি (Virat Kohli)-র ঘোষণা রীতিমত চমকে দিয়েছে তাঁর অনুরাগীদের। ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন বিরাট। সোশ্যাল মিডিয়ায় অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন তিনি। বিরাটের চমকে দেওয়া ঘোষণার সাথেই ক্রীড়া ও বিনোদন জগতের একাধিক ব্যক্তিত্ব সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রতিক্রিয়া জানানো শুরু করেন।
রণবীর সিং (Ranveer Singh) সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির ইন্সটাগ্রাম পোস্টে কমেন্ট করে লিখেছেন, রাজা সর্বদা রাজাই থাকেন। এর সাথেই মুকুটের একটি ইমোজি যোগ করে দিয়েছেন তিনি। অভিনেতা নকুল মেহতা (Nakul Mehta) বিরাটের অনবদ্য পারফরম্যান্সের জন্য ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ভারতীয় টেস্ট দলকে এখনও পর্যন্ত সেরা সফরকারী দল বানিয়েছেন বিরাট। শ্রীবৎস গোস্বামী (Sribatsa Goswami) লিখেছেন, গোটা দেশ বিরাটের জন্য গর্বিত। এছাড়াও বিরাটের পোস্টে কমেন্ট করেছেন আলিয়া ভাট (Alia Bhatt), আথিয়া শেঠি (Athiya Shetty), বাণী কাপুর (Vani Kapoor), সারা তেন্ডুলকর (Sara Tendulkar), অর্জুন কাপুর (Arjun Kapoor), নেহা ধুপিয়া, ডাব্বু রত্নানি (Dabbu Ratnani)-রা।
বিরাট কোহলির অধিনায়ক পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)-ও। শনিবার সন্ধ্যা 6:45-এ অবসরের কথা ঘোষণা করেন বিরাট। এরপর রাত 12:47 নাগাদ টুইট করেন সৌরভ। বিরাটকে দুর্দান্ত ক্রিকেটার আখ্যায়িত করে লেখেন, বিরাটের নেতৃত্বে ভারতীয় দল প্রতিটি ফরম্যাটে উন্নতি করেছে। তাঁর সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত। সৌরভ জানিয়েছেন, বিসিসিআই বিরাটের এই সিদ্ধান্তকে সম্মান জানায়। ভবিষ্যতে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে টিম ইন্ডিয়াকে বিরাট সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলে আশাবাদী সৌরভ। তিনি মনে করেন, বিরাট একজন দারুণ ক্রিকেটার। এরপর বিরাটকে ‘ওয়েল ডান’ লিখে বাক্য শেষ করেছেন সৌরভ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ পরাজয়ের চব্বিশ ঘণ্টার মধ্যেই বিরাট অধিনায়ক পদ থেকে অবসর গ্রহণের ঘোষণা করেন।
View this post on Instagram