whatsapp channel

Digha: মাত্র ৪৫ টাকায় কলকাতা থেকে দীঘা! সময় লাগবে মাত্র ৫ ঘন্টা

শীতের ছুটিতে সমুদ্রের নোনতা বাতাস গায়ে মাখতে কে না চায়। আর বাঙালির কাছেপিঠের একমাত্র গন্তব্য হল দীঘা। দু'দিনের ছুটি কাটানো হোক বা ঝাউবনের মৃদুমন্দ হিমেল বাতাসের মাঝে বনভোজন, বাংলার বুকে…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

শীতের ছুটিতে সমুদ্রের নোনতা বাতাস গায়ে মাখতে কে না চায়। আর বাঙালির কাছেপিঠের একমাত্র গন্তব্য হল দীঘা। দু’দিনের ছুটি কাটানো হোক বা ঝাউবনের মৃদুমন্দ হিমেল বাতাসের মাঝে বনভোজন, বাংলার বুকে দীঘার জুড়ি মেলা ভার। তবে এবার দীঘা পৌঁছানো আরো বেশি সহজ ও স্বল্পব্যায়ী হতে চলেছে। কারণ বড়দিনের আগেই চালু হচ্ছে দীঘাগামী বিশেষ ট্রেন।

দিঘা যাওয়ার লোকাল ট্রেন আবারো ফিরিয়ে এনেছে ভারতীয় রেল। আগামী ২১ শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে দিঘাগামী স্পেশ্যাল লোকাল ট্রেন পরিষেবা। ফলে আনন্দের হওয়া পর্যটক মহলে। রেলের তরফে জানানো হয়েছে যে, সোমবার বাদে সপ্তাহের ছয়দিন অর্থাৎ রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনিবার সন্ধ্যে ৬ টা ২০ তে পাঁশকুড়া থেকে দিঘার উদ্দেশ্যে রওনা দেবে লোকাল ট্রেনটি। সেটি দীঘা পৌঁছাবে রাত ৮ টা ৫০ মিনিটে। দিঘা পৌঁছাতে প্রায় আড়াই ঘণ্টা সময় নেবে ট্রেনগুলো। এছাড়াও ফেরার ট্রেন দিঘা থেকে মঙ্গলবার বাদে প্রতিদিন সকাল ৬টা ২০ মিনিটে ছাড়বে, পাঁশকুড়া পৌঁছবে সকাল ৯টা ১০ মিনিটে।

এদিকে হাওড়া বা কলকাতা থেকে পাঁশকুড়া, খড়গপুর বা মেদিনীপুরগামী যেকোন লোকাল ট্রেনে পাঁশকুড়া পর্যন্ত যাওয়ার ভাড়া মাত্র ১৫ টাকা। এরপর পাঁশকুড়া থেকে লোকাল ট্রেনে দিঘা যাওযার ৩০ টাকা। তাও মোট ৪৫ টাকাতেই আপনি কলকাতা থেকে দিঘা পৌঁছে যাবেন, আর সেই জন্য মোট ৫ ঘণ্টা সময় লাগবে। ফলে খুব অল্প সময়েই কলকাতা থেকে পৌঁছে যেতে পারবেন সমুদ্রের ধারে।

এদিকে, দীঘার পর্যটন শিল্পে এবছর ব্যাপক ভিড়ের আশা করছেন দীঘার ব্যবসায়ীরা। তাই খাদ্য থেকে থাকার হোটেল, সবদিকে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। সম্প্রতি সমুদ্র সৈকতে সামুদ্রিক মাছ ও কাঁকড়ার স্টলে বিশেষ নজরদারি চালাচ্ছে খাদ্য সুরক্ষা দপ্তর ও প্রশাসন।

whatsapp logo
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা