whatsapp channel

Nirmala Mishra: প্রয়াত বাংলার কিংবদন্তি সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র, শোকস্তব্ধ সংগীতমহল

ঘরে রয়েছে স্বামী, পুত্র, পুত্রবধূ। সব ফেলে এক মাথা সিঁদুর নিয়ে তারাদের দেশে চলে গেলেন সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র (Nirmala Mishra). রেখে গেলেন অজস্র সুন্দর সুন্দর বাংলা গান, যেই গান…

Avatar

ঘরে রয়েছে স্বামী, পুত্র, পুত্রবধূ। সব ফেলে এক মাথা সিঁদুর নিয়ে তারাদের দেশে চলে গেলেন সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র (Nirmala Mishra). রেখে গেলেন অজস্র সুন্দর সুন্দর বাংলা গান, যেই গান আজও মানুষ মনে রেখেছে। মানুষ শুনতে গাইতে পছন্দে করে।

গত রাত্রে, অর্থাৎ শনিবার রাত্রেই নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন শিল্পী। দক্ষিণ কলকাতার চেতলায় নিজের বাড়িতেই থাকতেন তিনি। রাত হয়ে যাওয়ায় সেই মুহূর্তে হসপিটাল নিয়ে যাওয়া সম্ভব হয়নি। অবশেষে রাত ১২টা ৫ মিনিট নাগাদ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জীবনের ৮১ টা বসন্ত পার করে অবশেষে স্বামীর দেওয়া সিঁদুর মাথায় নিয়ে ভরা সংসার দেখে বিদায় নেন শিল্পী নির্মলা মিশ্র।

আজ, রবিবার সঙ্গীত শিল্পীর শেষকৃত্য হবে। নির্মলা দেবীর পুত্রের কথা অনুযায়ী, নার্সিংহোম থেকে নির্মলা দেবীর দেহ প্রথমে বাড়িতে আনা হবে। সেখান থেকে রবীন্দ্রসদন, রাজ্য সঙ্গীত অ্যাকাডেমি হয়ে ক্যাওড়াতলা মহাশ্মশান। সাত বছর আগে নির্মলা দেবীর সেরিব্রাল অ্যাটাক হয়। তারপর থেকে শুধু হসপিটাল ও বাড়ি করেছেন। শরীরের একটা পাশে পক্ষাঘাত হওয়ায় পুরোপুরি শয্যাশায়ী হয়েগিয়েছিল শিল্পী। শনিবার রাত থেকে কষ্ট অনুভব করেন নির্মলা দেবী, অবশেষে রাত ১২টা ৫ নাগাদ প্রয়াত হন।

কথায় বলে শিল্পীর মৃত্যু হয় না, শিল্প থেকে যায়। ঠিক সেরকমই রয়ে গেল তাঁর বিখ্যাত আধুনিক গানগুলি, যেমন – ‘এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না’, ‘সেই একজন দিও না তাকে মন’, ‘আবেশে মুখ রেখে’, ‘বলো তো আর্শি’, ‘আমি তো তোমার হাসি কান্নার চিরদিনের সাথী’, ‘কাগজের ফুল বলে’, ‘ও তোতা পাখি রে’, ‘উন্মনা মন স্বপ্নে মগন’ ইত্যাদি। টিম Hoophaap- তাঁর আত্মার চিরশান্তি কামনা করে, তিনি ভালো থাকুন তারাদের দেশে।

whatsapp logo