Hoop NewsHoop Trending

স্বল্প বিনিয়োগে রয়েছে ১৭.৫ লক্ষ টাকা লাভের সুযোগ, দুর্দান্ত স্কিম এলআইসি-এর

আপনি কী এলআইসিতে বিমা করতে চান। নতুন বছরে কোনো নতুন পলিসি নেওয়ার কথা ভাবছেন। তাহলে এই লাইফ ইনস্যুরেন্স সংস্থা নিয়ে এসেছে এলআইসি নিয়ে এসেছে নতুন বিমা জ্যোতি পলিসি ৷ এই পলিসিতে প্রত্যেক গ্রাহকেরা ফিক্সড ইনকামের পাশাপাশি একটি গ্যারেন্টিড রিটার্নেরও সুবিধা পাবেন ৷ এটি অবশ্য একটি নন লিঙ্কড, নন পার্টিসিপেটিং প্ল্যান৷ আপনি স্বল্প ইনভেস্টমেন্টের মাধ্যমে ম্যাচিউরিটিতে ১৭.৫ লক্ষ টাকা মিলবে ৷

আপনি যদি এই পলিসি করতে চান তাহলে বাড়ি বসেও হবে। অনলাইনের মাধ্যমে আপনি এই পলিসি কিনতে পারেন। এই পলিসির জন্য ন্যূনতম বয়স হতে পারে নূন্যতম ৯০ দিন ও আর সর্বোচ্চ ৬০ বছর। পলিসিতে ব্যাক ডেটিং সুবিধাও রয়েছে। গ্রাহকদের ম্যাচিউরিটি সেটেলমেন্ট অপশনের সুবিধাও দেওয়া হবে।

এই পলিসিতে টার্ম চলাকালীন প্রত্যেক বছরের শেষে ৫০ টাকা প্রতি হাজার বেসিক সাম অ্যাসিউয়র্ড ছাড়া গ্যারেন্টি ও দেওয়া হবে ৷ আর এর মধ্যে ৫০ টাকা প্রতি হাজার সাম অ্যাসিউয়র্ডে গ্যারেন্টিড বোনাসের টাকা আপনি পেয়ে যাবেন। অবশ্য এই বিমার প্ল্যানে বেসিক সাম অ্যাসিউয়র্ড ১ লক্ষ টাকা করা হয় ৷ আর সর্বোচ্চ কোনও লিমিটও নেই ৷ এই পলিসির মেয়াদ হল ১৫ থেকে ২০ বছরের ৷ ১৫ বছরের পলিসির জন্য পিপিটি ১০ বছরের হবে এবং ১৬ বছরের পলিসির জন্য পিপিটি ১১ বছর  হবে।

আপনি যদি ১৫ বছরের পলিসি নিয়ে থাকেন তাহলে ১০ বছরের জন্য প্রিমিয়াম টাকা দিতে হবে ৷ ১০ বছরের প্রিমিয়াম হবে ৮২ হাজার ৫৪৫ টাকা ৷ এছাড়া ম্যাচিউরিটির জন্য ১ বছর পর্যন্ত প্রত্যেক বছর ৫০ হাজার টাকা করে দিলে মোট ৭.৫০ লক্ষ টাকা হবে ৷ এই হিসেব অনুযায়ী, ১০ লক্ষ টাকার পলিসিতে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ১৭.৫ লক্ষ টাকা ৷ মোট প্রিমিয়ামের উপর সুদের হার যোগ করলে ৭.২১৫ শতাংশ। যা হবে ফিক্সড ডিপোজিটের সুদের হারের থেকে বেশি ৷

whatsapp logo