Finance News

বার্ধক্য কাটবে মজা করে, একবার টাকা জমালেই মাসে মাসে পেনশন দেবে LIC

চাকুরিজীবী হোক বা ব্যবসায়ী সকলকেই একটা নির্দিষ্ট বয়সের পর অবসর নিতে হয়। তবে এই অবসর জীবনের কথা ভাবা হয় কিছু কিছু সরকারি ও কিছু বেসরকারি ক্ষেত্রে। তাই চালু হয় পেনশন ব্যবস্থা। তবে এখন এই পেনশন ব্যবস্থা মোটামুটি বন্ধ হয়ে গেছে বললেই চলে। যদিও এখনও কিছু সরকারি চাকরিতে পেনশন পাওয়া যায়। বাকিগুলোতে সরকার ‘কন্ট্রিবিউটরি পেনশন স্কিম’ চালু করেছে।

বিগত দশক অবধি দেশের সরকারি কর্মচারীদের অবসর গ্রহণের পর পেনশন দেওয়া হত। বিভিন্ন বেসরকারি ক্ষেত্রেও বিষয়টি চালু ছিল। তবে এমন অনেকেই আছেন যারা এইসব স্থানে স্থায়ীভাবে কর্মরত নন। তাহলে তাদের বয়স বাড়ার সঙ্গে উপার্জনের একটা চিন্তা থেকেই থাকে। তবে তাদের জন্যও রয়েছে বিভিন্ন পেনশন স্কিম বা পেনশন পলিসি। সেখানে অবসরের আগে কিছু টাকা জমিয়ে অবসর জীবনে মাসিক পেনশন পাওয়া যায়। এবার LIC-ও এরকম একটি পেনশন স্কিম নিয়ে এলো বাজারে।

LIC-র এই স্কিমটি হল ‘সরল পেনশন প্ল্যান’। এটি হল মূলত একটি Instant Yearly Plan। অর্থাৎ এই পরিকল্পনায় আপনি যখনই পলিসিটি নেবেন, রোকহীন থেকেই আপনার পেনশন রিটার্ন শুরু হয়ে যাবে। পাশাপাশি, এই পলিসির অধীনস্থ যদি কোনো ব্যক্তি পেনশন চলাকালীন মারা যান, তাহলে পুরো টাকাটি তার নমিনি পেয়ে যাবেন। এছাড়াও যদি কোনো ব্যক্তি পলিসি নিয়ে মারা যান, সেক্ষেত্রে তার স্ত্রী টাকাটি পেয়ে থাকবেন।

উল্লেখ্য, এই পলিসিতে এবাট প্রিমিয়াম জমা দিয়ে পেনশন পাওয়ার সুবিধা রয়েছে জীবনের শেষদিন অবধি। তবে এক্ষেত্রে পেনশনের পরিমান বিনিয়োগকৃত অর্থের উপর নির্ভর করবে। তবে এই পলিসিতে বিভিন্ন ধরণের টার্ম পেনশন আপনি নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি মাসিক কিংবা ত্রৈমাসিক কিংবা ষান্মাসিক হারেও পেনশন লাভ করতে পারবেন। এটি খুব সহজে LIC এজেন্ট বা সরাসরি ব্রাঞ্চে গিয়েও খুলতে পারবেন।

Related Articles