whatsapp channel

Delhi Metro: সুরাপ্রেমীদের জন্য দারুন সুখবর, এবার থেকে মেট্রো স্টেশনেই মিলবে মদ

মদ মদ মদ, মদে ডুবতে চলেছে মেট্রো স্টেশন। অতিরিক্ত বৃষ্টি হলে যেমন স্টেশন চত্বর কানায় কানায় জলে ভরে ওঠে, তেমন এবার মদে ভরে উঠবে মেট্রো স্টেশন, আবগারি দফতরের আধিকারিক সূত্রে…

Avatar

মদ মদ মদ, মদে ডুবতে চলেছে মেট্রো স্টেশন। অতিরিক্ত বৃষ্টি হলে যেমন স্টেশন চত্বর কানায় কানায় জলে ভরে ওঠে, তেমন এবার মদে ভরে উঠবে মেট্রো স্টেশন, আবগারি দফতরের আধিকারিক সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত।

ভাবছেন মেট্রো স্টেশনে মদ? হ্যাঁ, মশাই। মেট্রো প্ল্যাটফর্মে তৈরি হবে লিকার কাউন্টার। তাই মদ নিয়েই ওঠা যাবে মেট্রোতে কিংবা মদ খেয়েও ওঠা যেতে পারে বা টিকিট কাটার পাশাপাশি লম্বা লাইন লেগে যেতে পারে মদের কাউন্টারে। আর এভাবেই আদায় হবে রাজস্ব।

তাই, মেট্রোর আশেপাশে দাড়িয়ে আপনি যদি গুগুলে সার্চ করেন Liquor Shop Near Me, তাহলে পেয়ে যাবেন কাছাকাছি মেট্রো প্ল্যাটফর্মের ঠিকানা। আবগারি দফতরের একজন সিনিয়র আধিকারিক সূত্রে খবর, মেট্রো স্টেশনগুলোতে ভারী মাত্রায় লোক যাতায়াত করে, ফলে বেশি পরিমাণে মদ বিক্রির সুযোগ রয়েছে ওই জায়গা গুলোতে। সেইজন্যেই, মেট্রো স্টেশন গুলোতে তৈরি হবে লিকার কাউন্টার (Liquor will be available at Delhi Metro stations) ।

দিল্লি যে আরো বেশি করে ফুলে ফেঁপে উঠবে সেটা আর নতুন করে বলতে হবে না। সূত্রের খবর, অনুমতি পেয়েছে বদরাপুর, দ্বারকা, কারোলবাগ, রাজৌরি গার্ডেন এবং মুন্ডকা মেট্রো স্টেশন। এখানে মোট ৬ টি মদের ভেন্ডিং মেশিন খোলা হবে। এখনকার ব্যবসা দেখার পর আরও লিকার শপ খোলা হবে অন্যান্য স্টেশন এলাকায়। ইতিমধ্যে DMRC -এর তরফে Delhi Consumers’ Cooperative Wholesale Store Ltd (DCCWS) – উক্ত মেট্রো স্টেশনে মদের দোকান খোলার অনুমতি দিয়ে দিয়েছে।

whatsapp logo