রবীন্দ্রসঙ্গীত গেয়ে সোশ্যাল মিডিয়ায় তাক লাগালো ছোট্ট ছেলে, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়
বয়স মাত্র ৫ বছর। মুখের কথা এখনও স্পষ্ট হয়নি। কিন্তু গলা দিয়ে বেরিয়ে আসছে অসাধারণ গান। ‘গ্রাম ছাড়া ঐ রাঙ্গামাটির পথ’ এই বিখ্যাত রবীন্দ্র সংগীতটি নিজের মতন করে গেয়ে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল এক ক্ষুদে। গানটি পরিবেশনা শুনে মনে হচ্ছে সে গান গাইতে দিব্যি অভ্যস্ত। এতোটুকু জড়তা নেই। নিজের মতন করে রবীন্দ্র সংগীত পরিবেশন করছে এই ছোট বাচ্চাটি।
৫ বছরের এই ছোট্ট ছেলেটির নাম অঘন দত্ত। অসাধারণ গান গেয়ে কয়েক মুহূর্তের মধ্যেই সকলের মনের মনিকোঠায় পৌঁছে গেছে এই ছেলেটি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথেই রীতিমত ভাইরাল হয়ে গেছে আর হবে নাই বা কেন এত সুন্দর গলা যার সে তো সবার মনের মধ্যে পৌঁছে যাবেই এটাই তো স্বাভাবিক।
সোশ্যাল মিডিয়া হলো এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে খুব সহজেই দেশ-বিদেশের আনাচে-কানাচে ঘটতে থাকে নানান রকম ঘটনা সকলের মনের মধ্যে খুব সহজেই পৌঁছে যেতে পারে। ছোট ছোট শিশুদের প্রতিভাকে প্রকাশ করার একমাত্র মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার অনেক নেতিবাচক দিকও আছে, কিন্তু ইতিবাচক দিকও নেহাত কম নয়।