Short Film: পুরানো বন্ধুর প্রেমে হাবুডুবু খাচ্ছে যুবতী, শরীরে হিল্লোল তুলবে এই রোমান্টিক শর্টফিল্ম
করোনাকালীন সময়ে ঘরবন্দি জীবনে বিনোদনের সন্ধান করতে থাকে মানুষ। আর সেই সময়েই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম ও সামাজিক মাধ্যম। সেখানে নানা রকমের কন্টেন্ট হয়ে থাকে। তবে তাদের মধ্যে ‘হট’ এবং ‘বোল্ড’ দৃশ্য দিয়ে সাজানো ওয়েব কন্টেন্ট বেশি জনপ্রিয়তা পায়। এর মধ্যে বেশ কিছু ধারাবাহিক সিরিজের আকারে তৈরি হয়, কিছু আবার স্বল্পদৈর্ঘ্যের ছবির আকারেও মুক্তি পায়। সম্প্রতি গোপনে জনপ্রিয়তা লাভ করছে এই ধরণের ওয়েব কন্টেন্টগুলি। এগুলি এমন গল্প ও দৃশ্যপট দিয়ে সাজানো হয়, যা মানুষের একান্ত সময়ের সঙ্গী হতে পারে।
সম্প্রতি এরকম আবেদনশীল স্বল্পদৈর্ঘ্যের ছবিকে নিয়ে মানুষের মধ্যে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। দর্শকদের মধ্যে এমন সব গল্প নিয়ে উন্মাদনা বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর। এরকম ওয়েবসিরিজ বানিয়ে ইতিমধ্যে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে ‘উল্লু’, ‘এমএক্স অনলাইন’, ‘অলট বালাজি’ প্রভৃতি ওটিটি প্ল্যাটফর্মের। এইসব প্ল্যাটফর্ম গোপনে জনপ্রিয় হয়ে উঠেছে ক্রমশ। আর এবার ইউটিউবে রিলিজ হওয়া একটি তেলেগু স্বল্পদৈর্ঘ্যের ছবি ব্যাপক সাড়া ফেলল। এই শর্টফিল্মটি এখন বিখ্যাত হয়েছে গোপনেই।
এই স্বল্পদৈর্ঘ্যের ছবিটির নাম হল ‘লাকি ফেলো’। এই ছবির গল্প একটু অন্যরকম। সিরিজটি মূলত অসম বয়সের প্রেম, এবং তাকে ঘিরে একটি রোমান্টিক গল্পকে ঘিরে তৈরি হয়েছে। সিরিজের শুরুতে এক যুবকেকে দেখা যাচ্ছে বিদেশ থেকে পড়াশুনা সেরে বাড়ি ফিরতে। বাড়ি তার গ্রামে। আর বহুদিন পর গ্রামের বাড়িতে ফিরে সে তার ছোটবেলার বান্ধবীকে দেখে তার প্রেমে পরে যায়। ওই যুবতীও একইভাবে তার পুরানো বন্ধুর প্রেমে হাবুডুবু খেতে থাকে। এভাবেই তাদের এই সম্পর্কের রেখা বেড়ে যায় সময়ের সঙ্গে।
এরপর ওই যুবতীর আগমনে ওই যুবকের জীবনে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন ঘটে। ফলস্বরূপ তাদের সম্পর্ক মেনে নেয় তাদের বাড়িতে। এভাবেই এই শর্টফিল্মের গল্প এগিয়ে যায় ক্লাইম্যাক্সের দিকে। এই ছবিতে রয়েছে রোমান্টিক দৃশ্য। আর এইসব দৃশ্যে সাবলীল অভিনয় করে গেছেন অভিনেত্রী ও অভিনেতারা। তাদেরকে সিরিজের কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে। অন্যদিকে আরো অন্যান্য সব চরিত্রে অভিনয় করেছেন উদীয়মান শিল্পীরা। এই সিরিজটি দেখতে হলে আপনাকে অতি অবশ্যই ইউটিউবে ‘আই ক্লিক চ্যানেল’ চ্যানেলটিতে যেতে হবে।