Weather: মহালয়ার দিনেই বাঙালির মুখে চওড়া হাসি, স্বস্তি দিচ্ছে আবহাওয়ার এই পূর্বাভাস
আজ মহালয়ার সকালে বাঙালির ঘুম ভেঙেছে সেই পরিচিত কণ্ঠে চন্ডীপাঠের মাধ্যমে। আজ থেকেই রাজ্যে মোটামুটিভাবে দুর্গাপুজোর সূচনা ঘটে গেল। পিতৃপক্ষের অবসান ঘটে আজ থেকে শুরু হল দেবীপক্ষ। আজকের ভোরের লগ্নে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। তবে আজকের দিনের সূচনা ঘটল রৌদ্রজ্বল পরিবেশের মধ্য দিয়ে। সকাল থেকেই আজ রাজ্যজুড়ে মোটামুটি পরিষ্কার আকাশ রয়েছে। সকাল থেকেই দেখা মিলেছে সূর্যের। তাই পুজোর সূচনালগ্নে রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি নেই বললেই চলে।
তবে গত সপ্তাহে নিম্নচাপের ভ্রুকুটি ও বর্ষণের চোখ রাঙানি দেখেছে বাঙালি। তবে বঙ্গবাসীকে স্বস্তি দিয়ে এবার বিদায় নিতে চলেছে বর্ষার মেঘ। মৌসম ভবন জানিয়েছে যে আগামী ২ দিনের মধ্যে রাজ্য থেকে সম্পূর্ণভাবে বিদায় নেবে বর্ষাকাল। ফলে মহালয়া থেকেই শুস্ক আবহাওয়া থাকার সম্ভাবনা থাকবে। তাই পুজোর আবহাওয়া যে রৌদ্রজ্বল থাকার সম্ভাবনা সবথেকে বেশি, তাতে কোনো সন্দেহ নেই। এখন একনজরে দেখে নিন রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস।
■ কলকাতার আবহাওয়া: আজ দিনভর শহর কলকাতার বুকে বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। সারাদিন ভ্যাপসা গরম থাকবে শহর জুড়ে। যার ফলে দিনভর অস্বস্তির পরিবেশ বজায় থাকতে চলেছে শহরে। আজ কলকাতার তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি। পাশাপাশি, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮০ শতাংশ এবং ৭১ শতাংশের মধ্যে। এই কারণে আজ দিনভর শুস্কতা বাড়বে শহরে।
■ দক্ষিণবঙ্গের আবহাওয়া: আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও নেই তেমনভাবে বৃষ্টির পূর্বাভাস। আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ বা নদিয়া জেলায় বৃষ্টি হবেনা বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তাই এদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি হারে। তাপমাত্রা বৃদ্ধির কারণেই অনেকটা অস্বস্তি বাড়বে জেলায় জেলায়। আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা বৃদ্ধির কারণে চরমে পৌঁছাতে পারে অস্বস্তি।
■ উত্তরবঙ্গের আবহাওয়া: হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গেও। তবে আজ উত্তরের কয়েকটি জেলায় ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দার্জিলিং এবং কালিম্পঙে জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসম ভবন। তবে আজ, আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় আজ বৃষ্টি হবে না বলে জানিয়েছে মৌসম ভবন।